যশোরে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহন ॥গোটা এলাকায় চলছে তোড়জোড়

0
725

এম আর রকি যশোর: আজ মঙ্গলবার আগামী ২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি চলছে গোটা যশোর জুড়ে। গত ১৫দিন যাবত যশোর শহরের বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের সামনে ঈদগাহে এবার ঈদের জামাত পড়ার জন্য প্রস্তুতি গ্রহন করেছে পৌর মেয়রসহ জেলা প্রশাসন। অতিবর্ষনের হাত থেকে রক্ষা করতে প্রধান ঈদের জামাতের স্থান গোটা ঈদগাহ তাবু দিয়ে ঢেকে ফেলা হয়েছে। গেল ঈদুল ফিতর ও বিগত বছর গুলিতে যশোরের প্রধান ঈদের জামাতের এক মাত্র স্থান ঈদগাহ মাঠে পর্যাপ্ত পানি জমে থাকায় ঈদগাহের পাশে রাস্তায় যশোরের শীর্ষ রাজনৈতিক নেতা,জেলা প্রশাসনের কর্মকর্তারা ঈদের জামাত আদায় করেন। এবারই যশোরের প্রধান ঈদের জামায় ঈদগাহে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে। গোটা ঈদগাতের মাঠ বাঁশের খুঁিট পুতে তার উপর দিয়ে তাবু টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। যার ফলে বৃষ্টি হলেও ঈদগাতে পানি পড়ার কোন সুযোগ নাই। এছাড়া,গত কয়েকদিন রাতে ও গভীররাত থেকে ভোর রাত পর্যন্ত বৃষ্টি বাদল হলেও ঈদগাহে একটুও পানি জমার সুযোগ হয়নি। তাছাড়া,ঈদগাহের আশপাশে পৌর সভার ড্রেন থাকায় ঈদগাহের আশপাশে জমে থাকা পানি ড্রেনের মাধ্যমে নিস্কাশন হচ্ছে। যার ফলে মর্হুতের মধ্যে জমে থাকা পানি প্রবাহিত আকারে চলে যাচ্ছে। প্রধান ঈদের জামাত ছাড়াও গোটা যশোরের বিভিন্ন মোড়ে ঈদুল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা ছবি সম্বলিত প্যানা,ফেষ্টুন ঝুলিয়ে যাচ্ছে। তাছাড়া,ঈদুল আযহা উপলক্ষ্যে গোটা যশোরের সৌন্দর্য্যর জন্য রংবে রংয়ের পতাকা ঈদের আগের দিন রাত থেকে যশোর কালেক্টরেট ভবনসহ যশোরের উল্লেখযোগ্য ভবনে রংবে রংয়ের আলো মিশিয়ে আলোক সজ্জা করার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে। যশোর পৌরসভা ও জেলা প্রশাসন গোটা যশোর শহরের সৌন্দয্য বিকাশে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।অপর দিকে,সরকারি ও বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তাদের ছবি ও তিনি কোন অনুসারি সেই নেতার ছবি সম্বলিত প্যানা,ফেষ্টুন ঝোলানোর জন্য দোকান গুলিতে অর্ডার দিয়েছে। যশোরে ডিজাইন দোকান গুলিতে কাজের তোড়জোড় আগের চেয়ে চরম আকারে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের ছবি সম্বলিত প্যানা থেকে শুরু করে সকল অর্ডার গতকাল থেকে বন্ধ করে দিয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, যশোরে এবার ঐতিহ্যবাহী ঈদগাহে ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় প্রধান জামাত শুরু করার কথা ভাবছে কমিটির সদস্যরা। ঈদগাহের নিরাপত্তা জোরদার করা হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here