যশোরে এবার মাদক বিক্রেতার পরিবারের কাছ থেকে পুলিশের উৎকোচ আদায়ের অভিযোগ

0
334

বিশেষ প্রতিনিধি : গাঁজাসহ মাদক ব্যবসায়ী সেলিম হোসেনকে আটক করে পরিমানে কম দিয়ে চালান ও মারপিট না করার প্রতিশ্রুতি দিয়ে তার পরিবারের কাছে ফোন করে মোটা অংকের উৎকোচ দাবির এক পর্যায় ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার খবর ফাঁস হয়ে পড়েছে। যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এসআই আবুল হাসানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
জানাগেছে,বুধবার দুপুর ১ টার পর যশোর শহরতলী ধর্মতলা মোড়স্থ এলাকা থেকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসান বেনাপোল পোর্ট থানার অন্তর্গত সাদীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। সেলিম হোসেন আটকের পর এসআই আবুল হাসান সেলিম হোসেনের মাধ্যমে তার পরিবারের কাছে ফোন করে। সেলিম হোসেনের ছোট ভাই রমজানের সাথে মোবাইল ফোনে আলাপ আলোচনা হয় সেলিম হোসেনকে সামান্য পরিমান গাঁজা দিয়ে চালান ও হালকাভাবে মামলা এবং গায়ে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে আবুল হাসান। এক পর্যায় রমজান বুধবার রাতে এসে উক্ত এসআইয়ের হাতে ৮ হাজার টাকা তুলে দেন রমজান আলী। এসআই আবুল হাসান টাকা নিয়েও সেলিম হোসেনের কাছ থেকে উদ্ধারকৃত ১ কেজি গাঁজা দিয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দেন। এ ছাড়া, বৃহস্পতিবার দুপুরে চালানের আগে থানা হাজত থেকে বের করে বেধড়ক মারপিট করে সেলিম হোসেনকে। সূত্রগুলো বলেছে,খূলনা বিভাগে ডিআইজি হিসেবে ড. খন্দকার মুহিত যোগদানের পর থেকে গোটা বিভাগে কর্মরত দূর্নীতিবাজ পুলিশের কর্তাদ্বয় পরে মহা সমস্যায়। তারা ঘুষ বাণিজ্য বন্ধ রাখলেও মাদব বিক্রেতাকে গ্রেফতার করে এভাবে অভাবে অর্থ কামিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উক্ত এসআইয়ের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,ঘটনা সত্য নয়। এ ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।