যশোরে এবার রাজ মিস্ত্রী কর্তৃক নতুন বাড়ি নির্মানে চাঁদাদাবি গণপিটুনীতে এক গ্রেফতার

0
256

বিশেষ প্রতিনিধি : এবার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা রাজমিস্ত্রীর কাছে চাঁদাদাবি করে নগদ ১ হাজার টাকা নিয়ে পুনরায় চাঁদাদাবি করছে বলে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।স্থানীয় জনগণ মিঠু নমে এক চাঁদাবাজকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার শ্রীকান্ত নগর গ্রামে।
ওই গ্রামের মোসলেম মিয়ার ছেলে রাজ মিস্ত্রী তাইজুল মিয়া রোববার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি রাজ মিস্ত্রীর কাজ করে। উক্ত কাজের ফাঁকে নিজ জমিতে একটি নতুন বাড়ী নির্মান শুরু করে। বাড়ি নির্মাণ করায় একই গ্রামের প্রতিবেশী মোশারেফ হোসেনের ছেলে সিরাজুল ইসলাম ও মিঠু গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬ টায় শহরের মুরগী ফার্ম গেট এলাকায় গতিরোধ করে চাঁদাবাজ দুই সহোদর বলে নতুন বাড়ি নির্মাণ বাবদ ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে। রোববার ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় তাইজুল মিয়া বাড়িতে অবস্থান করায় উক্ত দুই ভাই তাদের দাবীকৃত চাঁদার ২০ হাজার টাকা দাবি করলে কোন উপায়ূন্তর না পেয়ে নগদ ১ হাজার টাকা প্রদান করে। বাকী ১৯ হাজার টাকা দাবী করে হুমকী ধামকী দেওয়ার এক পর্যায় মারপিট শুরু করে। এ সময় প্রতিবেশী মঈনুদ্দিন তরফদারের ছেলে গিয়াস উদ্দিন তরফতার ঠেকাতে এলে তাকেও মারপিট করে। বিষয়টি জানতে পারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চাঁদাবাজ মিঠুকে ধরে গণধোলাই দেয়। চাঁদাবাজদের ব্যবহৃত পালসার মোটর সাইকেল ভাংচুর করে। পরে চাঁদাবাজ মিঠুকে কোতয়ালি পুলিশের কাছে সোপর্দ করে।