যশোরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দোহায় দিয়ে টাকা হাতিয়ে নেওয়া গ্রুপের সক্রিয় দুই সদস্য গ্রেফতার

0
393

বিশেষ প্রতিনিধি : স্পেশাল ব্যাঞ্চ বাংলাদেশ পুলিশের প্রদত্ত গোপন সংবাদের ভিক্তিতে আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াত চক্রের দুই সক্রিয় সদস্যকে কোতয়ালি মডেল থানা পুলিশ গেস্খফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে যশোর এমএম কলেজের কেমিষ্ট্রি অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম ও তার সহযোগী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বার বাজার পিরোজপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও সাতমাইল বারো বাজার এলাকার স্টুডিও ব্যবসায়ী কামরুজ্জামান। ধৃত দু’জনসহ একটি চক্র দেশের বিভিন্নস্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার কাজে সক্রিয় অপতৎপরতা চালাচ্ছে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল গোলাম রব্বানী শেখ জানিয়েছেন।
তিনি আরো জানান,পুলিশের ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চের টিমের মাধ্যমে গোপন সূত্রে খবর পান যশোরে আসন্ন এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা দোহায় দিয়ে দেশের বিভিন্ন শিক্ষার্থীসহ শিক্ষকদের কাছ থেকে মোবাইলের ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অবৈধভাবে অর্থ লেনদেন করে আসছিল।এ ধরনের খবর পেয়ে কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সমীর কুমার সরকার,পুলিশ পরিদর্শক অপারেশন্স সামসুদ্দোহা,এসআই আছাদুজ্জামান,এসআই নূর ইসলাম নূর,এসআই শাহজুল ইসলাম,এ এসআই মোল্লা শফিকুজ্জামানসহ ্একটি টিম বৃহস্পতিবার রাত থেকে গোপন সূত্রের ভিত্তিতে অত্র অঞ্চলের প্রশ্নপত্র ফাঁস চক্রের প্রধান সিরাজুল ইসলামকে তার বাড়ি হতে গ্রেফতার করে। পরে তার ব্যবহৃত সাওমী মোবাইল ফোনের মধ্যে আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ডিভাইসে ও লিংকের মাধ্যমে সংরক্ষিত ছিল বলে পুলিশ জানায়।তাছাড়া,সিরাজুল ইসলামের মোবাইল ফোন পুলিশ জব্দ করার পর উক্ত মোবাইল ফোনে দেশের বিভিন্ন জেলা থেকে শতশত বার ফোন আসে। ফোন রিসিভ করার পর অপরপ্রান্ত হতে বলা হয় প্রশ্নপত্র কখন পাওয়া যাবে। এমনকি প্রশ্নপত্র পাওয়ার নিশ্চয়তা চাওয়া হয়। সিরাজুল ইসলামকে গেস্খফতার করার পর তার সহযোগী কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ প্রতারক চক্রের দখলে থাকা একটি এইচ পিস কোম্পানীর ল্যাপটপ,৩টি মোবাইল ফোন,যাহার একটি মোবাইল ফোনের ওয়াটসাপে একাধিক গ্রুপের সন্ধ্যান পাওয়া যায় ও বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথোপকথন এবং প্রশ্নের লিংক পাওয়া যায়। পুলিশ উদ্ধারকৃত মোবাইল ও কম্পিউটার থেকে চক্রের ধারনকৃত প্রশ্নপত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here