যশোরে এসহান রিয়েল স্টেটের ১০ জনের নামে প্রতারণা মামলায় চার্জশিট দাখিল

0
367

বিশেষ প্রতিনিধি : যশোরে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে এসহান রিয়েল স্টেট লিমিটেডের ১০ কর্মকর্তাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদির্শক (ওসি) হারুন অর রশীদ। অভিযুক্তরা হলো, যশোর শহরের পুরাতন কসবা এলাকার এসএম সেলিমুল আজাদ চৌধুরী, মাছবাজার মসজিদের খাদেম মোকছেদ আলী মোল্লা, উপশহর এ-ব্লকের সামছুর রহমান, কারবালা এলাকার সিরাজুল ইসলাম, শেখহাটি জামরুলতলার বাবর আলী, আব্দুল হক, চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ গোবিন্দদার খিলের আবু তাহের, মাগুরা সদরের সাজিয়ার গ্রামের কাজী রবিউল ইসলাম, গাজীপুর টংঙ্গীর দাড়াইল বটতলা গুসুলিয়ার মুফতি আমিনুল হক ও মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়ার গোলাম মোহাম্মাদ।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা যোগসাজসে প্রতিমাসে লাভ দেয়ার কথা বলে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার রবিউল ইসলাম ও তার দুই ছেলে এবং এক ভাইয়ের কাছ থেকে কয়েক কিস্তিতে মোট ১৬ লাখ ৬ হাজার টাকা গ্রহণ করে। এরপর আসামিরা লাভের টাকা না দিয়ে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পেয়ে টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে ঘোরাতে থাকে। এক পর্যায়ে ২০১৭ সালের ২৪ আগস্ট আসামিরা তাদের বাড়িতে আসে মীমাংসা করতে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা কোনো টাকা ফেরত দেবে না বলে জানিয়ে দেয়। টাকা আদায়ে ব্যর্থ হয়ে গত বছরের ২৬ আগস্ট ১০ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন রবিউল ইসলাম। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তদন্ত শেষে স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১০ জনকে অভিযুক্ত করে রোববার আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। চার্জশিটে অভিযুক্ত ৩ জনকে পলাতক দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here