যশোরে ওয়ারেন্টের আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীসহ ১০ জনের নামে মামলা

0
361

বিশেষ প্রতিনিধি : পুলিশের কাছ থেকে ওয়ারেন্টের আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীসহ ১০ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি এটিএসআই সিরাজুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে,শহরের পুরাতন কসবা কাজীপাড়ার আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন, পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির নুর ইসলামের স্ত্রী ফজিলা আলমগীর হোসেনের স্ত্রী রাশিদা, একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিপন হোসেন, হায়দার আলীর ছেলে আরব,মৃত বয়রা বাবুর স্ত্রী ময়না,ছেলে জমির,মনি কালাচানের ছেলে শফিকুল,বজলুর ছেলে আহাদসহ অজ্ঞাতনামা ২৫/৩০জন।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই সিরাজুল ইসলাম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, রোববার দিবাগত গভীর রাত ১২ টার পর শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলাম পট্টির বাসিন্দা ওয়ারেন্টের আসামী নুর ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর উল্লেখিত আসামীরা নুর ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ নুর ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্ট দেখানোর পরও পুলিশের উপর আক্রমন চালিয়ে ছিনিয়ে নেয়। এ সময় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন,এটিএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আবুল বাশার সামান্য আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here