যশোরে কথিত তক্ষক সাপ বেচাকেনার সাথে জড়িত প্রতারক শাহাবুদ্দিন গ্রেফতার

0
295

বিশেষ প্রতিনিধি : কথিত তক্ষক সাপ কেনাবেচার সাথে জড়িত প্রতারক শাহাবুদ্দিন (৫০ ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে। সে যশোরের শার্শা উপজেলার সমন্ধকাঠি গ্রামের মৃত দাউদ আলীর দপ্তরীর ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সৈয়দ আল মামুন,এসআই আব্দুল মালেকসহ একটি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী প্রতারক শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। শাহাবুদ্দিন সম্প্রতি কথিত তক্ষক সাপের হাড় বিক্রির ভাগের ১০লাখ টাকা নিয়ে স্থানীয় উলশী বাজারের অপু ইলেট্রানিক্স এর মালিক বুলবুলের নিকট জমা রাখে। পরে তিনি যশোর সদর উপজেলার মোবারকাঠি গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাসায় আত্মগোপন করে। আত্মগোপন করার কালে রোববার ১০ নভেম্বর রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিন তক্ষক সাপ বেচাকেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করলে সে বিজ্ঞ বিচারকের সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।