যশোরে করোনা আক্রান্ত সন্দেহ ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনা মোতায়েন

0
322

ডি এইচ দিলসান : সারা বিশ্বের ন্যায় যশোরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারের ঘোষণা অনুযায়ী ২৪ মার্চ মঙ্গলবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রাথমিক পর্যায়ে তারা প্রশাসনের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছে। যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদের বাড়িতে থাকতে বাধ্য করতে কাজ করবেন সেনা সদস্যরা। মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার সময় সেনাসদস্যদের একটি টিম জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল ইসলাম সাংবাদিকদের বলেন, হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের কারণে যেন সাধারণ মানুষ আক্রান্ত না হন তার জন্য সব উদ্যোগ গ্রহণ করা হবে। এটা করতে যে স্টেপ নিতে হবে তার জন্য পুলিশ ও জেলা প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। আজ থেকে কাজ শুরু হয়েছে। শিগগিরই এর প্রভাব সবাই দেখতে পাবেন। তিনি আরো বলেন, পরিস্থিতি বুঝে সেনা সদস্য বাড়ানো হবে। কোয়ারেন্টাইনের সংখ্যা মূল্যায়ন করে এর সংখ্যা নির্ধারণ করা হবে। এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, মঙ্গলবার থেকে সেনাবাহিনীকে সাথে পেয়েছেন। সমন্বিতভাবে পেট্রোলিং করে মানুষকে বাড়ি থাকতে বাধ্য করা হবে। এখনও অপ্রয়োজনে মানুষ ঘোরাফেরা করছে তাদের বাড়িতে থাকতে বাধ্য করতে যা প্রয়োজন তাই করা হবে।#