যশোরে করোনা ভাইরাসের কারণে মালোপাড়ার অনেক পরিবার অনাহারে

0
294

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের পূর্ব বারান্দীমোল্লা পাড়া কবরস্থানের পূর্ব পাশ্বে মালোপাড়া এলাকায় করোনা ভাইরাসের কারণে দিন মজুর সংখ্যা লঘু পরিবারের মানুষেরা অনাহারে দিনাতিপাত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া কবরস্থান পাড়ার পূর্বে মালোপাড়ার বাসিন্দা সুজিত কুমার বিশ্বাস অভিযোগ করেন,ওই এলাকায় বাসন্তি,সঞ্জয়সহ মালোপাড়ার বেশ কয়েকটি পরিবারের লোকজন করোনা ভাইরাসের কারনে বাড়ির বাইরে বের হতে না পেরে চরম দূর্বিসহ জীবন যাপন করছেন। গত কয়েকদিন অনাহারে তারা দিনাতিপাত করছেন। অথচ ওই ওয়ার্ডে কাউন্সিলর শাকিল আহমেদ থাকলেও মালোপাড়ার সংখ্যলঘুদের প্রতি একটুও খেয়াল না করায় তারা অনাহারে রয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলার জন্য জেলাপ্রশাসনের পক্ষ থেকে অসহায় ও গরীবদের বাড়িতে খাবার পৌছে দেওয়ার যে কর্মসূচী চলমান রয়েছে ওই এলাকার বাসিন্দারা কেউ সাহায্য সহযোগিতা পাচ্ছেনা বলে সুজিত অভিযোগ করেন। অবিলম্বে পূর্ব বারান্দী মোল্লাপাড়া মালোপাড়ার সংখ্যালঘুদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য যশোরের পৌর সভার মেয়রসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সুজিব কুমার বিশ্বাসসহ তার আত্মীয়স্বজনেরা।