যশোরে করোনা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিকজোট আজ মাঠে নামবে

0
333

বিশেষ প্রতিনিধি : যশোরের সাংস্কৃতিক জোট বৃহস্পতিবার থেকে করোনার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ্রার বিতরণ করবে। একই সাথে টেলিমেডিসিন সহায়তা প্রদান করবে। বুধবার (২৫ মার্চ) সকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানান জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান। এসময় উপস্থিত ছিলেন, জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, শিল্পকলার সম্পাদক অ্যাড, মাহমুদুল ইসলাম বুলু, অ্যাড বাসুদেব বিশ্বাস, দিপংকর দাস রতন, শরিফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়,যশোরে সাংস্কৃতিক সংগঠনের ক্লাস সমূহ ২০ মার্চ থেকে বন্ধ করা হয়েছে। করোনার সচেতনতার পাশাপাশি ১০ হাজার ব্যক্তিকে মাস্ক বিতরণ করা হবে। যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় ডা. জহিরুল ইসলামের নেতৃত্বে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সহায়তা দেয়া হবে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার বিনামুল্যে বিতরণ করা হবে।