যশোরে কলেজ শিক্ষার্থী অপহরনের অভিযোগে মামলা ॥ বাপবেটা গ্রেফতার

0
360

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে যশোর সদর উপজেলার দাইতলা হামকুড়া ব্রীজের পাশ থেকে কলেজ পড়–য়া শিক্ষার্থী এস এম বর্ষা (১৫) অপহরণের অভিযোগে বাপ বেটা আটক হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপহৃতা শিক্ষার্থীর পিতা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার চাঁদপাড়া পূর্ব পাড়ার আরশ আলীর ছেলে ইমন হোসেন জয়, ইয়াকুব্বার ফকিরের ছেলে আরশ আলী, আবুল হোসেনের ছেলে পলাশ ও সুরত আলী ফকিরের ছেলে হোসেন আলীসহ অজ্ঞাতনামা ২/৩জন। অপহরনের কয়েকঘন্টা পর বর্ষাকে উদ্ধার ও ইমন হোসেন জয় এবং তার বাবা আরশ আলীকে আটক করে।
যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের বর্তমানে বাঘারপাড়া উপজেলার কাড়াইতলা মাসুদ বিশ^াসের বাড়ির মৃত ইউনুচ আলী মোল্যার ছেলে মনিরুল ইসলাম বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামী ও তাদের অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তিনি এজাহারে বলেছেন,তার মেয়ে এসএম বর্ষা যশোরের বাঘারপাড়া মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার প্রাক্কালে ইমন হোসেন জয় তাকে উত্যক্ত করতো। বিষয়টি বর্ষা তার পরিবারের লোকের কাছে বলার পর বিষয়টি ইমন হোসেন জয় ও তার পরিবারে কাছে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত আসামীরা বর্ষাকে অপহরন করার জন্য হুমকী ধামকীর এক পর্যায় ওৎপেতে থাকে। গত বৃহস্পতিবার সকাল ৭ টায় বর্ষা বাড়ি হতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর তার খালা রিনি আক্তারের বাসায় রওয়ানা করে। সকাল ৮ টায় সদর উপজেলার দাইতলা হামকুড়া ব্রীজের পশ্চিম পাশে রাস্তার উপর পৌছালে উক্ত আসামীরা সংঘবদ্ধ ভাবে জোরপূর্বক বর্ষাকে অপহরণ করে ইজিবাইক যোগে যশোরের দিকে চলে আসে। বিষয়টি থানায় খবর দেওয়া হলে থানা থেকে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকা থেকে অপহৃতা কিশোরী বর্ষাকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে ছেলে ইমন হোসেন জয় এবং তার পিতা আরশ আলীকে গ্রেফতার করে। শুক্রবার সকালে বর্ষার ২২ ধারা জবানবন্দি আদালতে গ্রহন করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্ত এসআই মাইনুল আহসান জানিয়েছেন। আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।