যশোরে কৃষক মিনারুল ইসলাম হত্যাকান্ডের ক্লু উদঘাটন

0
367

হত্যাকান্ডে ব্যবহৃত দাসহ হাফিজুর রহমান গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার শালতা গ্রামে কৃষক মিনারুল ইসলাম (৩৮) হত্যাকান্ডের সাথে জড়িত হাফিজুর রহমান (৪৮) কে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) শনিবার দুপুরে বাড়ি হতে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার উসমান পুর গ্রামের চাঁদ আলী মোল্লার ছেলে ও জাগরণ সমিতির কৃষি বিভাগে কাজ করে। হাফিজুর রহমান পুলিশের কাছে মিনারুল ইসলাম হত্যাকান্ডের বর্ণনা দিয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর অফিস সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত হাফিজুর রহমান জাল টানা ও চাষীদের জমির পানির বিল সংগ্রহ করে থাকে। মিনারুল হাফিজুর রহমানের ছোট ভাই মান্নানের বন্ধু। হাফিজুর রহমানের ভাই মান্নান বাড়িতে দরজির কাজ করতো। মিনারুল ইসলাম মান্নানের কাছে তার বাড়িতে দরজির কাজ শেখার জন্য যাতায়াত করতো। যাতায়াতের সুবাধে হাফিজুর রহমানের প্রথম স্ত্রী ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাটামারা পরানপোতা গ্রামের করিম বিশ^াসের মেয়ে সাবিনার সাথে মিনারুল ইসলামের অবৈধ সর্ম্পক গড়ে ওঠে। প্রায় ১৫ বছর পূর্বে মিনারুল ইসলামের সাথে হাফিজুর রহমান তার প্রথম স্ত্রী সাবিনার অবৈধ মেলামেশা অবস্থা দেখে ফেলে। বিষয়টি সে কারো কাছে প্রকাশ করেনি। উক্ত ঘটনার কারণে মিনারুল ইসলাম হাফিজুর রহমানের ক্ষমা চায়। অবৈধ সম্পর্কের কারণে হাফিজুর রহমান তার প্রথম স্ত্রী সাবিনাকে তালাক দেয়। পরবর্তীতে বর্তমান স্ত্রী ডলি বেগমকে বিয়ে করে হাফিজুর হরমান ঘর সংসার করতে থাকে।তার পরও হাফিজুর রহমান তার প্রথম স্ত্রীকে খুব ভাল বাসার কারণে সে ওই ঘটনা মন থেকে মুছতে পারেনি। তাছাড়া,বর্তমান স্ত্রীর চেয়ে প্রথম স্ত্রী তাকে বেশী সেবা যতœ করতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। সে পুলিশের কাছে আরো বলেছে,তার স্ত্রীর সাথে ঘটনার পর মিনারুল ইসলাম সালতা গ্রামের লিয়াকতের মেয়ে বিলকিস এর সাথে অবৈধ সম্পর্ক করে। বিলকিসের পেটে বাচ্চা হয়। সে বিলকিসকে বিয়ে করেনি। সেই ঘটনায় মিনারুল জেল খাটলেও হাফিজুরের রাগ মেটেনি। হাফিজুর মিনারুলকে হত্যার পরিকল্পনা করে মিনারুলের সাথে বাহিরের সম্পর্ক তৈরী করে তাকে মামা বলে ডাকে। তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরী করে।হাফিজুর রহমান প্রথম স্ত্রীর সাথে অবৈধ মেলামেশার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। ঈদের কয়েকদিন পূর্বে হাফিজুর রহমান মিনারুলের বাড়িতে যায়। মিনারুল এর সাথে তার স্ত্রী সাথীকে আমদ ফূর্তি করতে দেখে হাফিজুরের রাগ হয়। সে মনে মনে মিনারুলকে হত্যার করার সিদ্ধান্ত নেয়। ঈদের পরদিন রাত ১১ টায় মিনারুল এর সাথে দেখা করতে যায়। এমনকি মিনারুলকে ঘুম থেকে ডেকে তোলে। তারা দু’জন মিনারুল ইসলামের বাড়ির পাশের আম গাছের নীচে বসে দু’জনে মিলে রাতে বিড়ি খায়। সে আরো জানায়, ১৪ আগষ্ট রাত সাড়ে ১০ টায় হাফিজুর রহমান বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে সে বাড়িতে থাকা একটি আচাড়ি বিহীন দা হাতে নিয়ে খালি গায়ে শুধু মাত্র একটি গামছা নিয়ে মিনারুল এর বাড়ির কাছে অনুমান ২শ’ গজ দূরে জঙ্গলের মধ্যে গিয়ে তার হাতে থাকা দা লুকিয়ে রেখে আসে। শরীরে যাতে রক্ত না লাগে সেজন্য খালি শরীরে শুধু মাত্র গামছা নিয়ে মিনারুলের বাড়িতে যায় এবং মিনারুলকে ডেকে কথা বলে। সে সময় মিনারুলের স্ত্রী সাথী পাশে বসে মোবাইল ফোনে ভারতীয় সিআইডি দেখছিল এবং মিনারুল গরুর জন্য বিছালী কাটছিল। হাফিজুর রহমান সেই সময় মিনারুল এর সাথে কয়েক মিনিট কথা বলে বাড়ির বাইরে যায় এবং মিনারুলের বাড়ির দিকে লক্ষ্য রাখে। মিনারুলের বাড়ির কোন দেওয়াল নেই। ফাকা বাড়ি। হাফিজুর রহমান বাইরে সুযোগ খুজতে থাকে। মিনারুল এবং বিছালি কাটা শেষ হলে তার স্ত্রী সাথী ঘরে উঠে যায়। মিনারুল ২ আটি বিছালী বাড়ির সামনে বিছালীর পালায় রাখতে যায়। হাফিজুর রহমান পূর্ব পরিকল্পনা মোতাবেন সেই সময় মিনারুলকে বাইরে ডাকে। মিনারুল হাফিজুর রহমানের ডাকে বাইরে রস্তার উপর উঠে আসে। হাফিজুর রহমান কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। সে মিনারুল ইসলামকে বলে জঙ্গলে একটি মেগনেট জাতীয় জিনিস আছে বের করে দেখ মামু। মিনারুল জঙ্গলে উপুড় হয়ে টর্চ লাইট জালিয়ে জিনিসটি খুঁজতে থাকে। সেই সময় হাফিজুর রহমান সুযোগ বুঝে পিছন থেকে দা বের করে মিনারুলের ঘাড়ে দা দিয়ে দু’টি কোপ মারে। মিনারুল পেছনে ঘোরার চেষ্টা করলে দায়ের উল্টো পাশ দিয়ে মিনারুলের কপালে আঘাত করে। মিনারুল মাটিতে পড়ে গেলে হাফিজুর রহমান দা হাতে বাড়িতে চলে যায়। দা পানি দিয়ে ধুলে পরিষ্কার করে লুকিয়ে রাখে। হাফিজুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক মিনারুলকে হত্যাকান্ডে ব্যবহৃত দা হাফিজুর রহমানের ঘরের বারান্দার চৌকির কাথার নীচ হতে পিবিআই কর্মকর্তারা উদ্ধার করে। উল্লেখ্য,গত ১৪ আগষ্ট রাত সাড়ে ১০ টা হতে পৌনে ১১ টার মধ্যে সদর উপজেলার শালতা মাঠপাড়া গ্রামের মিনারুল ইসলামের বসতবাড়ির পশ্চিম পাশের্^ ২শ’ গজ দূরে জনৈক ইসমাইল হোসেনের বাগানের ঝোপের মধ্যে খুন হয় কৃষক মিনারুল ইসলাম। এ ঘটনায় নিহতর বড় ভাই আক্তারুজ্জামান পরের দিন দুপুরে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। কোতয়ালি মডেল থানার মামলা নং ৪১ তারিখ ১৫/০৮/১৯ ইং । ধারা ৩০২/৩৪ পেনাল কোড। হত্যা মামলাটি কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তদন্তর জন্য ফুল বাড়ির পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহ জলিলুর রহমানকে দায়িত্ব দেন। জলিলুর রহমান মিনারুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মিনারুলের বন্ধু বাবু ও স্ত্রী সাথী পরে হাফিজুর রহমানকে গ্রেফতার করে। মামলাটি রোববার পিবিআই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জলিলুর রহমান জানিয়েছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here