যশোরে কোভিড-১৯ রোগে আক্রান্ত এখন সেঞ্চুরীতে পৌছেছে ॥ নতুন সনাক্ত হয়নি

0
296

এম আর রকি : কোভিড-১৯ রোগে যশোরে আক্রান্তর সংখ্যা পৌছেছে সেঞ্চুরীতে। ২৭ মে বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে যশোরের অভয়নগর উপজেলা এলাকার বাসিন্দা (৩৯),(৩৫) ও (২৬) বয়সের তিন যুবক নতুন করে আক্রান্ত হওয়ায় ১শ’ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে। ২৮ মে বৃহস্পতিবার ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তর খবর মেলেনি। যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিভাগের হাইয়ূম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ২৬ মে মঙ্গলবার পর্যন্ত যশোর জেলায় আক্রান্তর সংখ্যা ছিল ৯৭ জন। তাছাড়া,বর্তমানে যশোর জেলার ৮টি উপজেলা থেকে সংগ্রহ স্যাম্পুলের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ২৭ মে পর্যন্ত স্যাম্পুল পেন্ডিং রয়েছে ২শ’ ১৯টি। বুধবার ২৭ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে ৬৬ টি স্যাম্পুল।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,গত ১০ মার্চ থেকে ২৮ মে বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ১শ’ জন। এর মধ্যে ৩৪ জন প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছে বাকী ৬৬জন সুস্থ্য হয়ে আইসোলেশন হতে ছাড়পত্র গ্রহন করেছেন। এ যাবত কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৬শ’ ২৯ জন। এর মধ্যে থেকে ৬ হাজার ৪শ’ ৬ জন ছাড়পত্র গ্রহন করেছেন।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭জন।