যশোরে গভীর রাতে কিশোরী অপহরণের অভিযোগে ৪ জনের নামে মামলা

0
540

বিশেষ প্রতিনিধি: গভীর রাতে স্কুল ছাত্রী পিংকী রানী বিশ্বাস(১৪) অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। স্কুল ছাত্রীর পিতা টিকেন বিশ্বাস অপহরনের সাথে জড়িত অভিযোগে ৪ জনকে আসামী করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলা ভায়না গ্রামের ফসিয়ার রহমানের ছেলে রাকিব হোসেন, সিদ্দিক হোসনের ছেলে ইমরান হোসেন ইমন,ফসিয়ার রহমান ও জেসমিন আক্তারসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
টিকেন বিশ্বাস তার দায়েরকৃত এজাহারে বলেছেন, তার মেয়ে পিংকী রানী বিশ্বাস সুড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে রাকিব হোসেন তাকে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে রাকিব হোসেনের পরিবারের সাথে টিকেন বিশ্বাসের বিরোধ চলে আসছে। গত ২২ আগষ্ট গভীররাত ২ টায় কিশোরী পিংকী রানী বিশ্বাস প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হয়। ওৎপেতে থাকা রাকিব হোসেন ও ইমরান হোসেন ইমন পিংকীকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করলে চিৎকার দেয়। মাতা প্রভাতী বিশ্বাস এগিয়ে আসলে দ্রুত অপহরণ করে সটকে পড়ে। ওই রাতে রাকিব হোসেনের পিতা ও মাতাকে জানালে প্রথমে মেয়েকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে ফেরত দিতে অস্বীকার করে। পরে এলাকা বাসীকে জানিয়ে টিকেন বিশ্বাস কোতয়ালি থানায় মামলা দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here