যশোরে গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশংকাজনক

0
388

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরতর জখম হয়েছেন রবিউল ইসলাম (১৯) নামে এক যুবক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সে রেলগেট এলাকার পশ্চিমপাড়ার মামা মুন্না খানের বাড়ির পাশে নুরুল আমিন ভূইয়ার ছেলে। সে শহরে একটি মটরপার্টসের দোকানে কর্মচারী।
আহতের বাবা নূরুল আমিন ভূইয়া বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে রাস্তার উপর কয়েকজন দুর্বৃত্ত্ব মারপিট করতে থাকে। এসময় সে দৌঁড়ে মামা মুন্নার ঘরে ওঠে। দুর্বৃত্ত্বরা সে ঘরে ঢুকে পিস্তল দিয়ে তার পেটের বামপাশে এক রাউন্ড গুলি করে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ কী কারণে রবিউলকে মারধর ও গুলি করা হয়েছে তা বলতে পারেননি তিনি।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার মাহবুবা ইসলাম মুনমুন ও ডাক্তার ফারহানা রহমান বলেন, ‘রবিউলের অবস্থা আশঙ্কাজনক। রক্তের প্রয়োজন। রক্ত পাওয়ার পর অপারেশন থিয়েটারে নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে যশোর সদরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here