যশোরে গৃহবধূকে হত্যার অভিযোগ

0
285

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার মাহিদিয়া গ্রামে শিমলা বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শিমলা বেগম ওই গ্রামের সুমনের স্ত্রী এবং সদর উপজেলার হাশিমপুর গ্রামের আহমস্মদ আলীর মেয়ে।
নিহত গৃহবধূ শিমলার মাতা তারা বেগম সাংবাদিকদের জানান,তার মেয়ে শিমলাকে ১৯ মাস পূর্বে সদর উপজেলার মাহিদিয়া গ্রামের সুমনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর শিমলার জামাই সুমন যৌতুক হিসেবে নগদ ২লাখ টাকা ও ঘর সাজানোর জন্য টাকা দাবি করে। শিমলা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট ও নির্যাতন শুরু করে। সুমন যৌতুকের টাকা জন্য নির্যাতন করায় ইতিপূর্বে তার প্রথম স্ত্রী তার ঘর থেকে চলে যায়। সুমন বিষয়টি গোপন করে শিমলাকে বিয়ে করে। গত রোববার শিমলার পিতার পরিবার ঘর সাজানোর জন্য শিমলার উদ্দেশ্যে একটি বাক্স সুমনের বাড়িতে পাঠায়। বাক্স থেকে সুমন ক্ষিপ্ত হয়ে শিমলাকে বেধড়ক মারপিট করে। নির্যাতনের মুখে শিমলা সুমনের ঘর থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিছুদূর আসার পর যৌতুক লোভী স্বামী সুমন শিমলাকে ধরে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে নিয়ে শিমলাকে এলোপাতাড়ী মারপিট শুর করে। মারপিটের এক পর্যায় শিমলা জ্ঞান হারিয়ে ফেললে অবস্থা বেগতিক দেখে সুমন শিমলার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে রাখে। পরে সুমন স্ত্রী শিমলা আত্মহত্যা করেছে বলে অপ্রচার চালায়। সুমনের কথা শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত শিমলার লাশ নীচে নামায়। সোমবার সকাল থেকে লাশ বাড়িতে থাকায় খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির পুলিশ উক্ত বাড়িতে গিয়ে শিমলার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, গৃহবধূ শিমলা বেগম আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে তিনি উক্ত এলাকায় গিয়ে শিমলার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে কি কারণে গৃহবধূ আত্মহত্যা করেছে সে ব্যাপারে তিনি কিছুই জানতে পারেনি। তবে এটা আত্মহত্যা না হত্যা ময়না তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে বলে উক্ত এসআই জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here