যশোরে গৃহবধূ কল্পনা বেগম হত্যা মামলার আসামী রুবেল হোসেন গ্রেফতার ও স্বেচ্ছায় আদালতে জবানবন্দি প্রদান

0
416

বিশেষ প্রতিনিধি : গত শুক্রবার ২৪ আগষ্ট সদর উপজেলার কিসমত নওয়াপাড়া হাইওয়ে মডেল টাউন এলাকার এক বাড়ির ভাড়াটিয়া গৃহবধূ কল্পনা বেগম (৩৭) হত্যা মামলার আসামী রুবেল হোসেনকে পুলিশ সোমবার ভোররাতে গ্রেফতার দেখিয়েছে। সে পুলিশ ও আদালতের বিচারকের সামনে স্বেচ্ছায় হত্যাকান্ডের বর্ণনা করে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করেছেন। রুবেল হোসেন যশোর সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতী গ্রামের বর্তমানে যশোর শহরের মনিহার ভিসা অফিসের পার্শ্বে এক বাড়ির ভাড়াটিয়া মৃত তরিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে,গৃহবধূ হত্যাকান্ডের পর রুবেল হোসেন গত শুক্রবার রাতে পালিয়ে যেতে সক্ষম হয়। এর পর পুলিশ বিভিন্ন মাধ্যমে রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল নাম্বার ধরে এগুতে থাকে। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে পুলিশ নিশ্চিত হন রুবেল হোসেনের অবস্থান। এক পর্যায় রুবেল হোসেনকে সোমবার ভোর রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। রুবেল হোসেন পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন,নিহত গৃহবধূ কল্পনা বেগম তার সাথে এক সাথে ইয়াবাসহ বিভিন্ন নেশা করতো। ঘটনার কয়েকদিন পূর্বে কল্পনা বেগম রুবেল হোসেনকে মোবাইল ফোনে তার বাসায় আসতে বলে। রুবেল হোসেন উক্ত গৃহবধূর বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর কল্পনা বেগম রুবেল হোসেনকে ইয়াবা সেবন করতে বলতো ও নিজেও ইয়াবা সেবন করতো। পাশের রুমে কল্পনা বেগমের দুই মেয়ে মেহেজাবিন পলাশ উষা ও অধরা পলাশ তৃষা অবস্থান করতো। দুই মেয়ে থাকা সত্বেও কল্পনা দরজার ছিটকানী দিয়ে রুবেলকে মাদক সেবন করতে বলতো এবং নিজেও সেবন করতো। এই ভাবে বেশ কয়েকদিন তারা দু’জনে সেবন ও মেলামেশা করতো। রুবেল হোসেন আরো জানিয়েছেন,কল্পনা বেগম রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে নিজের কাছে বন্ধ করে রেখে দেয়। রুবেল হোসেনের যশোর শহরের মনিহার সিনেমা হলের পাশে একটি বেকারীর দোকান রয়েছে। সে জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার অফিসে নিয়মিত উঠা বসা করতো। সে একটি মামলায় কারাগারে যাবার পর কারাগারে থাকা অবস্থায় কল্পনা বেগমের বোনের ছেলে যশোর বাংলাদেশ টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাতানগাছী গ্রামের নুর হোসেনের ছেলে হৃদয়ের সাথে পরিচয় হয়। হৃদয়ের মাধ্যমে রুবেল হোসেন কল্পনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। হৃদয়ের খালা সেই সুবাধে রুবেল হোসেন কল্পনা বেগমকে খালা বলে ডাকতেন। ঘটনার আগের দিন রাতে কল্পনা বেগম রুবেল হোসেনকে ফোনে ফালুদা আনতে বললে সে ফালুদা নিয়ে উক্ত বাড়িতে আসে। ফালুদা কল্পনা বেগম নিজে ও রুবেল হোসেনকে না দিয়ে তার দুই মেয়েকে খেতে দেন। একটি কক্ষে কল্পনা বেগম রুবেল হোসেনকে নিয়ে নেশা ও মেলামেশা করে। ঘটনার দিন বিকেলে রুবেল হোসেনকে কল্পনা বেগম বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ে না করলে তার সাথে যা করা হয়েছে সেগুলি পুলিশসহ সবাইকে জানার হুমকী দেয়। বিয়ে না করলে রুবেল হোসেনের কাছে মোটা অংকের টাকা দাবি করে। এই নিয়ে কল্পনা বেগম রুবেল হোসেনকে ব্লাক মেইলিং করার এক পর্যায় রুবেল হোসেন ক্ষিপ্ত হয়ে হাতের কাছে সেলাই রেঞ্জ পেয়ে নারীর মাথায় আঘাত করে পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশের কাছে হত্যাকান্ডের বর্ননা দেওয়ার পর রুবেল হোসেনকে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আকরাম হোসেনের আদালতে হাজির করলে সে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন। পরে বিজ্ঞ আদালতের বিচারক রুবেল হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here