যশোরে গৃহবধূ সালেহাকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করার অভিযোগে মামলা

0
302

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার লেবুতলা পূর্বপাড়া গ্যারেজ মোড়ের সিরাজুল ইসলামের মেয়ে সালেহা খাতুন (২২) মৃত্যুর ঘটনা হত্যাকান্ডে রুপ নিয়েছে। গৃহবধূর পিতা যৌতুকের নির্যাতনের এক পর্যায় সালেহা খাতুনকে মারপিট করে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে। এ ঘটনায় যৌতুকের কারনে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে এজাহারে। আসামী করা হয়েছে যশোর সদর উপজেলার ডহেরপাড়া বিশ^াস পাড়া কামিশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ছাবির মুন্সীর ছেলে আমির হোসেনকে।
লেবুতলা পূর্ব পাড়া গ্যারেজ মোড়ের মৃত মনিরুদ্দিন বিশ^াসের ছেলে সিরাজুল ইসলাম রোববার রাতে কোতয়ালি মডেল থানায় জামাতা আমির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ১১ রমজান দেখাশুনা করে আমির হোসেনের সাথে তার মেয়ে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ১ভরি ওজনের স্বর্ণের চেইন, ১২ আনা ওজনের আংটি জামাতা আমির হোসেনকে দেওয়া হয়। সিরাজুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, কিছুদিন পূর্বে সালেহা তার মাতা নুর জাহানকে জানায় তিনি ২ মাসের অন্তস্বত্তা। আমির হোসেন সালেহার কাছে ৩লাখ টাকা যৌতুক দাবি করে বলে সে আইন লেখাপড়া করতে অনেক অর্থ ব্যয় হয়েছে। তার প্রচুর টাকার প্রয়োজন। যৌতুকের টাকা না দিলে সে তাকে ছেলে অন্যত্র বিয়ে করে তার কাছ থেকে সেই যৌতুকের টাকা গ্রহন করবেন। এ নিয়ে সালেহা খাতুনের সাথে আমির হোসেনের বেশ কিছুদিন মনোমানিল্য ও নির্যাতনের ঘটনা ঘটে। গত ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় ডহের পাড়া বিশ^াস পাড়া আমির হোসেনের বাড়িতে ঘর সংসার করাকালে আমির হোসেন ঘরে ঢুকে পুনরায় তার দাবিকৃত যৌতুকের ৩লাখ টাকা দাবি করে। এ নিয়ে সালেহাকে মারপিট পূর্বক গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে অবস্থা বেগতিক দেখে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করে অপপ্রচার চালায়।