যশোরে গ্রামীণ ব্যাংকের কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

0
811

বিশেষ প্রতিনিধি : চাকরি স্থায়ীকরণসহ সকল সুযোগ সুবিধা প্রদানের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন গ্রামীণ ব্যাংকের পিয়ন কাম নৈশপ্রহরীরা। বুধবার বেলা ১২টায় শহরের মুজিব সড়কের প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রতিষ্ঠানটির যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও ফরিদপুরের চারশতাধিক কর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে গ্রামীণ ব্যাংকের কর্মীরা দাবি করেন, প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী নিয়োগের নয় মাস পর তাদের চাকরি স্থায়ীকরণের কথা। কিন্তু নয় মাস থেকে ২০ বছর পার হলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। বরং তাদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালনে বাধ্য করা হচ্ছে। তারা অভিযোগ করেন, বছরে একটি দিনও ছুটি দেওয়া হয় না। এমনকি কোনো উৎসবভাতাও তারা পান না। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তারা চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here