যশোরে গ্রেফতার আসামী ছাড়িয়ে নেওয়ার কথা বলে টাকা নেওয়ার ঘটনায় মামলা গ্রেফতার-১

0
329

বিশেষ প্রতিনিধি : পুলিশের কাছ থেকে টাকার বিনিময়ে আসামী ছেড়ে দেওয়ার প্রলোভন দিয়ে নগদ ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে আরো ২ হাজার টাকা দাবি করার ঘটনায় দু’জনের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন,বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বড় আচড়া গ্রামের শুকুর আলীর ছেলে রাজু আহম্মেদ। বৃহস্পতিবার তিনি বাদি হয়ে যশোর শহরের কারবালা রোড পানি উন্নয়ন বোর্ডের পাশে খোরশেদ আলী ভূঁইয়ার ছেলে শাহারিয়া রাসেল ও সদর উপজেলার শেখহাটি গ্রামের নেওয়াজ মোর্সেদকে আসামী করেছেন। দায়েরকৃত এজাহারে তিনি উল্লেখ করেন,গত ৫ মে রাত তার ভাই কাজল হোসেন যশোর চাঁচড়া টু পালবাড়ী সড়কের ইউনিক পেট্টোল পাম্পের সামনে প্রাইভেট কার দূর্ঘটনায় আহত হয়। প্রাইভেটের যাত্রী নিহত ও আহতর ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশ তার ভাই কাজল শেখকে গ্রেফতার করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে গ্রেফতার করার পর ৬ মে সন্ধ্যা সোয়া ৬ টার পর রাজু আহম্মেদ উক্ত দুই প্রতারকের স্মরনাপন্ন হন হাসপাতালের জরুরী বিভাগের সামনে। তারা প্রাইভেট চালক তার ভাই কাজল হোসেনকে ছাড়িয়ে আনার কথা বলে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে রাজু আহম্মেদ জানতে পারেন তার ভাইয়ের নামে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার কপি নিয়ে সে উক্ত দুই প্রতারকের কাছে গেলে তারা মামলার কপি কেড়ে নিয়ে আরো ২ হাজার টাকা দাবি করে। বিষয়টি তৎক্ষনিক জানালে পুলিশ শাহারিয়া রাসেলকে গ্রেফতার করে। সহযোগী নেওয়াজ মোর্সেদ পালিয়ে যায়। পরের দিন ৭ মে নেওয়াজ মোর্সেদ কে আদালতে সোপর্দ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।