যশোরে গ্লোবাল ভিশন নামে এক প্রতিষ্ঠান বিদেশ যাওয়ার ভূয়া ভিসা প্রদানে কোতয়ালি মডেল থানায় অভিযোগ ॥ গ্রেফতার-২

0
686

বিশেষ প্রতিনিধি : মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সাড়ে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গ্লোবাল ভিশন নামে একটি চক্র জ¦াল ভিসা প্রদান করার জারিজুরি ফাঁস হয়ে পড়ায় অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় দু’জনকে গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর শহরের আরএনরোড চৌরাস্তা এলাকায়। আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বালিয়া ডাঙ্গা বর্তমানে শহরের আরএনরোড চৌরাস্তা খয়রাতের ভবনের দ্বিতীয়তলা গ্লোবাল ভিশন প্রতিষ্ঠানের মালিক আরাফাত হোসেন অপু, মনিরুল ইসলাম দিপু, তাদের পিতা বাহার উদ্দীন ও মাতা রিতা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন। এর মধ্যে আরাফাত হোসেন অপু ও মনিরুল ইসলাম দিপুকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার বনগ্রামের মহাতাব হোসেন সরদারের ছেলে সোহেল হোসেন শুক্রবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলেছেন, আসামীদের সাথে বিভিন্ন কাজের মাধ্যমে পরিচিত। আসামীরা তাদের প্রতিষ্ঠান গ্লোবাল ভিশনের মাধ্যমে লিগ্যাল ভিসা প্রদানের মাধ্যমে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা জানায়। তাদের কথায় ভিসা পাইতে হলে তাদেরকে নগদ ৮লাখ ৫৩ হাজার টাক প্রদান করার কথা বলে। সোহেল হোসেন ও সহযোগী নারায়ণ গঞ্জের সোনারগাঁও থানার ফতেপুর গ্রামের কেরামত আলীর ছেলে সানি আহম্মেদ সকির, যশোর সদর উপজেলার বসুন্দিয়া কেফায়েতনগর গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে ইসরাফিল আলী, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাদির দিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ তালুকদার মিলে গত ২ জানুয়ারী সকাল ১০ টা ৪০ মিনিটে গ্লোবাল ভিশন প্রতিষ্ঠানে বসে নগদ ১লাখ ২০ হাজার এবং পরবর্তীতে ডাচ বাংলা বাংকের মাধ্যমে বিভিন্ন সময় আরো ৭লাখ ৩৩ হাজার টাকা প্রদান করে। আসামীরা মালয়েশিয়া পাঠানোর কথা বলে পাসপোর্ট ও তাদের চাহিদাকৃত টাকা গ্রহন করে জ¦াল ভিসা প্রদান করে। বিমান বন্দরে যাওয়ার পর জানতে পারে প্রদত্ত ভিসাগুলি জ¦াল। বিদেশ যেতে ব্যর্থ হয়ে আসামীদের কাছে যোগাযোগ করে টাকা ফেরত চাই। আসামীরা যশোর আসতে বলে। গত ২৩ মে গভীর রাতে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে আসে। রাত আনুমানিক ৩ টায় শহরের গাড়ীখানা রোডস্থ প্রাইম ব্যাংকের সামনে রাস্তার উপর আসার সাথে সাথে উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্রের মুখে সোহেল হোসেনসহ সহযোগীদের অপহরণের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা তাদের মাইক্রোবাসে জোর পূর্বক তোলে অপহরণের চেষ্টা চালালে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আরাফাত হোসেন অপু ও মনিরুল ইসলাম দিপুকে আটক পূর্বক কোতয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে। তাদের সহযোগী আসামীরা দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পলাতক আসামীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে সোহেল হোসেনের খালাতো ভাই ফারুক হোসেনের মোবাইল ফোনে ফোন করে সকলকে হত্যা করার হুমকী দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here