যশোরে চাঁদার জন্য ছুরিকাঘাতের ঘটনায় মামলা ॥ সন্ত্রাসীকে আদালতে সোপর্দ

0
291


বিশেষ প্রতিনিধি : চাঁদা দাবি করে না পেয়ে চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে কামরুজ্জামান ডাবলু (৫০) আহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সন্ত্রাসী গাজী মনিরুল ইসলাম ওরফে মনিকে গ্রেফতার করে। সে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড পিডাব্লিউডি স্টাফ কোয়ার্টার মৃত কাজী ফজলুল হকের ছেলে।
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাড়ি নং ৩৫ এর হাজী রোকন উদ্দিনের ছেলে কামরুজ্জামান ডাবলু জানান,তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। সন্ত্রাসী গাজী মনিরুল ইসলাম মনি একজন সন্ত্রাসী ও মাদক সেবনকারী। মাঝে মধ্যে মনি তার কাছে কখনও ৫শ’ ও আবার ১ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে সে অস্বীকার করলে তাকে মারপিটের হুমকী ধামকী দিতো । গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় ডাবলু শহরের ঘোপ সেন্ট্রাল রোড ফুড গোডাউনের সামনের মোড়ে অবস্থান কালে গাজী মনিরুল ইসলাম মনি তার কাছে এসে পূর্বের দাবিকৃত চাঁদার ১ হাজার টাকা চাই। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাজায় লুকিয়ে থাকা ধারালো চাকু দিয়ে ডাবলুর শরীরে এলোপাতাড়ীভাবে আঘাত করে। এতে ডাবলু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ডাবলুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় শুক্রবার পুলিশ মনিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here