যশোরে চাকলাদার ফিলিং ষ্টেশনে ভাংচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

0
404

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের নাজির শংকরপুর সন্যাসী দিঘীর পাড়স্থ চাকলাদার ফিলিং ষ্টেশনে ভোর রাতে ভাংচুর মারপিটসহ নগদ টাকা লুটের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে অজ্ঞাতনামা ১০/১২জন। ফিলিং ষ্টেশনের ম্যানেজার রেজাউল করীম বাদি হয়ে মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের মৃত নুর বক্স ঢালীর ছেলে । ম্যানেজার রেজাউল করিম তার দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ২৭ জানুয়ারী দিবাগত ভোর রাত সোয়া ৪ টায় ১০/১২ জনের এক সশস্ত্র সন্ত্রাসী দূবৃর্ত্ত ৫টি মোটর সাইকেল যোগে আসে। তারা হাতে লাঠি সোটা ও হকিষ্টিক নিয়ে ৫টি ডিসেপেনসিং ইউনিট ক্যাশ কাউন্টারসহ ফিলিং ষ্টেশনে থাকা চাকলাদার পরিবহনের বাসের সামনে ও পিছনের গ্লাস ভাংচুর করে। সন্ত্রাসীরা নাইট গার্ড ইদ্রিস ও নজেলম্যানকে মারপিট করে সাড়ে ৫লাখ টাকা ক্ষতি সাধন করে। এ সময় দূবৃর্ত্তরা ফিলিং ষ্টেশন থেকে নগদ ১লাখ ৫০ হাজার ৫শ’ ১২ টাকা ছিনিয়ে নেয়। তিনি এজাহারে বলেছেন, পূর্ব শত্রুতার রাজনৈতিক প্রতিপক্ষের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, মারপিটসহ লুটতরাজ করেছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here