যশোরে চাচা খুনের ভাইপো আলামিনের আদালতে জবান বন্দির পলাতক দুই আসামী পিবিআইয়ের হাতে গ্রেফতার

0
448

বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার ব্রম্মকাঠি গ্রামে ভাইপোর শাবলের আঘাতে চাচা কামরুল ইসলাম খুনের ঘটনায় ভাইপো আলামিন হোসেন কর্তৃক আদালতে ১৬৪ ধারার জবান বন্দির আসামী দুই আসামীকে মঙ্গলবার ২৭ নভেম্বর বিকেলে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হচ্ছে,যশোরের কেশবপুর উপজেলার ব্রম্মকাঠি গ্রামের মৃত আমানতুল্লার ছেলে আলম মিস্ত্রী ও একই গ্রামের ইজ্জত আলীর ছেলে জাহাঙ্গীর। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরে কর্মরত পুলিশ পরিদর্শক সুরেশ চন্দ্র হালদারসহ একদল পুলিশ বিকেল ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে মণিরামপুর বাজার থেকে এদেরকে গ্রেফতার করে।
পিবিআই যশোরে কর্মরত পুলিশ পরিদর্শক সুরেশ চন্দ্র হালদার জানান, গত ৪ আগষ্ট বিকেলে ওই গ্রামের আলামিন হোসেনের মায়ের সাথে তার চাচা কামরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনার সাথে পারিবারিক বিষয় নিয়ে গোলমাল হয়। গোলমানে কামরুল ইসলাম আলামিনের মা খাদিজা বেগমকে মারপিট করে। আলামিন তার মাকে মারপিট করার খবর শুনে আলামিনসহ অন্যান্য আসামীগন কামরুল ইসলামের বাড়িতে আসে। চাচা কামরুল ইসলামকে মাকে মারপিটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। চাচা ভাইপোর কথায় কোন উত্তর না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরের পার্শ্বে থাকা শাবল দিয়ে চাচা কামরুল ইসলামের মাথায় আঘাত করে। কামরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কেশবপুর হাসপাতালে। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতির কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঢাকা থেকে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১০ আগষ্ট সকালে কামরুল ইসলাম মারা যায়। এ ঘটনায় কামরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম বাদি হয়ে ভাইপো আলামিন সহ তার মা বাবার বিরুদ্ধে কেশবপুর থানায় হত্যা মামলার এজাহার দায়ের করে। পুলিশ ওই ঘটনায় চার্জশীট দাখিল করলেও ভাইপো আলামিন হোসেন পলাতক জীবন যাপন শুরু করে। এদিকে, চার্জশীটের বিরুদ্ধে বাদী নারাজি দাখিল করলে মামলাটি আদালত পিবিআইকে তদন্তর দায়িত্ব দেন। পিবিআই মামলাটি তদন্তকালে প্রধান আসামী আলামিন হোসেনের অবস্থান জানতে পারে এক পর্যায় ২৯ অক্টোবর দিবাগত রাতে বাগের জেলার শরণখোলা উপজেলা এলাকার এক বাড়ি হতে আলামিনকে গ্রেফতার করে। আলামিনকে মঙ্গলবার যশোর কেশবপুর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সাইফুদ্দিন হোসাইনের সামনে হাজির করা হলে সে চাচা কামরুল ইসলাম হত্যাকান্ড বর্ণনা করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। উক্ত জবানবন্দীতে তার সাথে আলম মিস্ত্রী ও জাহাঙ্গীরের নাম বলেছে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক সুরেশ চন্দ্র হালাদার জানান। গ্রেফতারকৃতদের আজ ২৮ নভেম্বর আদালতে সোপর্দ করা হবে বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here