যশোরে চাঞ্চল্যকর ইমরোজ হত্যা মামলার ৪ আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার

0
452

বিশেষ প্রতিনিধি : যশোরে চাঞ্চল্যকর ইমরোজ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গাজীপুর জেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে। এসময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি ধারালো চাকু উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের রহমানের ছেলে আলী, শহরের চাঁচড়া ডালমিল এলাকার আজিজুর রহমানের ছেলে রিংকু, একই এলাকার মৃত ভগোর ছেলে স্বাধীন এবং সদর উপজেলার ভাতুড়িয়া দাইপাড়ার শাহজাহানের ছেলে রহিম।
সংবাদ সম্মেলনে অতিরিক্তি পুলিশ সুপার আরো জানান, ইমরোজ হোসেন হত্যা মামলাটি ৩০ জুলাই থেকে যশোর গোয়েন্দা পুলিশের এসআই শামীম হোসেন তদন্ত শুরু করেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার ভোরে গাজীপুরের টঙ্গি থেকে আলী, রিংকু, স্বাধীন ও রহিমকে আটক করে।তাদের স্বীকারোক্তিতে যশোর বেনাপোল সড়কের নাভারন মোড় থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া তাদের স্বীকারোক্তিতে মামলার এজাহারভুক্ত আসামি আকিবুরের বাড়ি থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকী আসামিদের অচিরেই আটক করা সম্ভব বলে তিনি দাবি করেন। ইতোপূর্বে ইমরোজ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। প্রসঙ্গত. ২৪ এপ্রিল দুপুরে যশোরের ভাতুড়িয়া এলাকার নূর ইসলামের ছেলে ঘের ব্যবসায়ী ইমরোজ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসাীরা। এ ঘটনায় তার পিতা ৯জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here