যশোরে চাঞ্চল্যকর সাজিদ হত্যা কান্ডে রিমান্ডে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ

0
419

ক্লু উদঘাটনে মামলাটি পিবিআই নয় সিআইডিতে যাওয়ার প্রক্রিয়াধীন
এম আর রকি  : যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা তরুন ব্যবসায়ী সাজেদুর রহমান ওরফে সাজিদ হত্যা কান্ডে গ্রেফতারকৃত ৪ আসামীকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপর দিকে,ক্লু উদঘাটনে দারুন হিমশিম খাওয়ায় মামলার ক্যাটাগরি অনুযায়ী এই হত্যা মামলাটি পুলিশের দু’টি সংস্থা অর্থাৎ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই),ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)তে যাওয়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যে পিবিআই ও সিআইডি মামলার তদন্ত কার্যক্রম গ্রহনের আদেশ দেওয়া হয়েছে। এখন হস্তান্তর সময় ব্যাপার। রিমান্ড মঞ্জুর হওয়া ৪ আসামীকে রোববার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কোতয়ালি মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা পীরবাড়ির মুন্তাজ হোসেনের মেয়ে এজাহার নামীয় নিহত সাজিদের সাবেক স্ত্রী সাদিয়া সুলতানা ওরফে শাম্মি, একই এলাকার গনি পাড়ার ছলেমান গাজীর ছেলে হত্যা মামলার এজাহার নামীয় আসামী মানিক,খোলাডাঙ্গা গাজীর পাড়ার কামরুল ইসলাম কামের ছেলে মেহেদী হাসান ওরফে শক্তি ও শহরের ঘোপ জেল রোডস্থ পৌর কাউন্সিলর মোকছেমুল বারী অপু’র বাড়ির পিছনে শফিকুর রহমান শেখরের ছেলে আরিফুর রহমান মিলন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন সামসুদ্দোহা জানান, ৩ দিনের রিমান্ডের রোববার প্রথম দিন মুখ খুললেও মামলার তদন্তর স্বার্থে কিছু বলা যাবেনা। সাজিদ হত্যা মামলাটি গত ২০ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যার ক্লু উদঘাটনে ব্যর্থ হয়েছেন। ইতিপূর্বে খোলাডাঙ্গার গনি পাড়ার ছলেমান গাজীর ছেলে শাকিল যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হত্যাকান্ডে জড়িত ও কারা জড়িত থাকতে পারে এমন বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। শাকিলের জবানবন্দি মামলার তদন্তর স্বার্থে ওই সময় সহায়ক হলেও শাকিলের দেওয়া তথ্য মতে জড়িতদের পুলিশ পর্যায়ক্রমে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও হত্যা কান্ডের কোন ক্লু উদঘাটন করতে পারেনি। সূত্রগুলো আরো জানিয়েছেন, শাকিলের দেওয়া তথ্য মতে তেমন সফলতা না দেখায় নিহত সাজিদের ব্যবহৃত মোবাইলের কল লিষ্ট মোতাবেক শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত নুরুজ্জামান ওরফে বাবুর ছেলে শাকিবকে গ্রেফতার করে। শাকিব গ্রেফতার হওয়ার পর হত্যাকান্ডের ব্যাপারে তেমন তথ্য না দেওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা আশাহত হন। তবে তিনি মনে করেন আজ অথবা কাল যে কোন দিন সাজিদ হত্যাকান্ডের ক্লু উদঘাটন হবে। সাজিদ হত্যাকান্ডে রিমান্ডে নেওয়া সাদিয়া সুলতানা শাম্মি,মানিক,শক্তি ও মিলন জড়িত নয় বলে দাবি করছেন পুলিশের কাছে। কোতয়ালি মডেল থানাসহ গোটা পুলিশ সাজিদ হত্যার ব্যাপারে এখনও রয়েছে অন্ধকারে। সাজিদ হত্যাকান্ডের কোন কূল কিনারা করতে না পারায় তদন্তকারী কর্মকর্তা ক্লু উদঘাটনে আশা ছাড়েনি। তিনি মনে করেন প্রকৃত খুনী যতই পেশাদার মনে করুক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here