যশোরে চেয়ারম্যানের হাতে ভূমি অফিসার লাঞ্চিত

0
352

বিশেষ প্রতিনিধি : যশোর বাঘারপাড়া উপজেলার ভূমি কর্মকর্তা মহিদুল নামে এক ব্যক্তিকে পিটিয়েছে চেয়ারম্যান আবু সাইদ। গতকাল বুধবার দুপুর ২টাতয় এ ঘটনা ঘটে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ভুমি অফিসে। আবু সাইদ বাঘারপাড়া উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও শ্রীরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিকাইল সদ্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামনগর গ্রামের মোস্তফা নামে এক লোক ভুমি অফিসে খাঁজনা দিতে যান। এ সময়ে ভুমি অফিসের লোকজন তাকে আগামী সপ্তাহে আসতে বলেন। এখানে নতুন অফিসার আসছে। তাই তাকে বুঝে শুনে কাজ করতে হবে। কিন্তু মোস্তফা এ কথা মানতে নারাজ। তিনি বলতে থাকেন তার খাঁজনা নিতেই হবে। এ সময়ে নায়েব সাহেবও তাকে সরকারী নিয়ম-নীতির কথা জানান। কিন্তু সে কোন নিয়ম-নিতীর তোয়াক্কা না করে নায়েব সাহেবের সাথে বাকবিতান্ডে জড়িয়ে পড়েন। এর পর মোস্তফা ভুমি অফিসের বাইরে বের হয়ে বাসুয়াড়ী চেয়ারম্যান আবু সাইদকে ফোন করে আসতে বলেন। দুপুর ২টায় আবু সাইদ দু’টি মটরসাইকেলে করে ভুমি অফিসে এসে নায়েব মহিদুল, পিওন মামুনও সৈয়দকে চড় থাপ্পড় মারতে শুরু করেন । এ সময়ে আশ পাশের লোকজন তাদেরকে রক্ষা করেন। নায়েব মহিদুল বিষয়টি রায়পুর ইউনিয়নের স্বপন চেয়ারম্যানকে জানালে স্বপন চেয়ারম্যান আবু সাইদকে ফোন করে বিষয়টি জানান। পরে আবু সাইদ আবার ভুমি অফিসে গিয়ে নিজের ভুল স্বীকার করে নায়েব মহিদুল ইসলামের কাছে ক্ষমা চান। এ ব্যাপারে ভুমি কর্মকর্তা মহিদুলের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ভাই আমি এই অফিসে যোগদান করেছি ৮ খেকে ১০ দিন । খাজনা নিতে হলে জমির ফাইল পত্র দেখে নিতে হয়। তাছাড়া যারা তড়িঘড়ি করে খাঁজনা দিতে চান তাদের জমিতে সমস্য থাকে। তাই আমি তাকে আগামী সপ্তাহে খাঁজনা দেওয়ার কথা বলি। কিন্তু মোস্তাফা নামের ওই লোকটি চেয়ারম্যানের ক্ষমতা খাটিয়ে সাথে সাথে খাঁজনা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। আমি খাঁজনা না নেওয়াতে পরে চেয়ারম্যান ও তার লোকজন অফিসে এসে আমারও আমার অফিসের লোকজনের উপরে চড়াও হয় এবং মারধর করেন। সহকারী ভুমি কমিশনার অফিসে না থাকায় তিনি বিষয়টি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন বলেও জানান। এ ব্যাপারে ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদের মুঠোফোনে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here