যশোরে ছাত্রদল নেতা নিখোঁজের ঘটনায় ছাত্রদলের সংবাদ সম্মেলন

0
482

নিজস্ব প্রতিবেদক : যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিম নিখোঁজের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ বিকেল চারটায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইব্রাহিমের সন্ধান ও অক্ষত অবস্থায় ফেরতের দাবি জানান। এদিকে একই দাবিতে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জানান, যশোর জেলা ছাত্রদল। এর আগে নিখোঁজের মা ঝিকরগাছা থানাও জিডি করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি গত ১৩ জুন শনিবার সন্ধ্যায় তাদের বাড়ি সংলগ্ন লাউজানি বাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য ইব্রাহিম সহ দুইজনকে মাইক্রোবাসে করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করা হলে সকলেই অস্বীকার করেন। গত ছয়দিন পেরিয়ে গেলে তার সন্ধান মেলেনি। এ বিষয়ে পুলিশ সুপার ও এমপি নাবিল আহম্মেদের সরনাপন্ন হয়েও কোনো সন্ধান মেলেনি। এঘটনায় নেতৃবৃন্দরা আতঙ্কে রয়েছে। এছাড়া নিখোঁজের পরিবার অনিশ্চয়তা ও ছেলে হারানোর শোকে কাতর হয়ে পরেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর. সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সহ সভাপতি আলমগীর হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম বিল্লাল উপস্থিত ছিলেন। এদিকে ছাত্রদলের দাবী তারা সংবাদ সম্মেলন শেষ করার আগেই পুলিশ বাধা প্রদান করেন। এবিষয়ে পুলিশের ভাষ্য, তারা আগে থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া উপস্থিতি বেড়ে যাওয়ায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। #