যশোরে ছয় হাজার পিস ইয়াবা ও সাজা প্রাপ্ত সুমি বেগম গ্রেফতার

0
341

বিশেষ প্রতিনিধি : ছয় হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯২ হাজার টাকাসহ সুিম বেগম (৩৫) নামে এক নারী মাদক স¤্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যশোর উপশহর ৭ নম্বর সেক্টরের ডি ব্লক রোড নং ৪ হাউজ নং ১৩ এর আনিসুজ্জামান পিন্টুর বাড়ির ভাড়াটিয়া। এছাড়া,তিনি যশোর শহরের খড়কীর রকিব মোল্লার রকিম মোল্লার মেয়ে। সুমির বিরুদ্ধে একটি মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
যশোর কোতয়ালি থানার এসআই আমিরুজ্জামান জানান, তিনিসহ উপশহর পুলিশ ক্যাম্পের একটি টিম বৃহস্পতিবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ টায় গোপন সূত্রে খবর পান উপশহরের ৭ নং সেক্টরের আনিসুজ্জামানের বাড়িটি সুমি বেগম নামে এক নারী বিপুল পরিমানের ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আমিরুজ্জামান,উপশহর পুলিশ ক্যাম্পের এসআই ফারুক হোসেন, এএসআই শরীফুল ইসলামসহ একদল পুলিশ ওই রাতে বাড়িটি ঘিরে ফেলে। পরে আনিসুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া সুমি বেগমের ঘর তল্লাশী চালায়। ঘরের মধ্যে সুমি বেগমের দেখানো মতে ৬ হাজার পিস ইয়াবা বের করে। এ সময় পুলিশ ইয়াবা বিক্রির নগদ ৯১ হাজার ১শ’ ৫০ টাকা উদ্ধার করে। সুমি পুলিশের কাছে জানান, তিনি মাস খানেক পূর্বে উক্ত বাড়িটি ভাড়া নেন। তিনি মূলত ভাড়া নিয়ে ওই বাড়িটি ইয়াবা বিক্রির নিরাপদ হিসেবে ব্যবহার শুরু করেন। ফারুক হোসেন জানান, সুমী দীর্ঘ দিন বাইরে থেকে ইয়াবা নিয়ে এসে যশোরে বিক্রি করে থাকেন। একস্থানে তিনি বেশিদিন অবস্থান করেন না। ফলে এতোদিন তাকে আটক করা সম্ভব হয়নি। আটক সূমি বেগম পুলিশ ও সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত ৬ হাজার পিস ইয়াবা তার নয়। উদ্ধারকৃত ইয়াবা ফয়সাল নামে এক যুবকের। তার বাড়ি বরিশালে। সম্প্রতি সে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। ফয়সালের ধারনা তিনি ইয়াবাসহ পুলিশ দিয়ে ফয়সালকে আটক করানো হয়েছে। ফলে ফয়সাল তাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে। তবে উপশহর এলাকার একটি সূত্র জানিয়েছে, সুমী ইয়াবার বড় বড় চালান নিয়ে যশোরে আসেন এবং তা বিক্রি করে থাকেন। সম্প্রতি তিন লাখ টাকার একটি ইয়াবার চালান তিনি বিক্রি করেন। কিন্তু ইয়াবা ক্রেতারা তার সাথে প্রতারনা করে। টাকা দেয়ার সময় তিন লাখ টাকার তিনটি এক হাজার টাকার নোটের বান্ডিল দেয়া হয়। ওই বান্ডিল গুলো সাজানো হয়েছিল উপরে টাকা রেখে ভেতরে সাদা কাগজ দিয়ে। ঠিক সিনেমার গল্পের মতো। পরে বান্ডিল খুলে কাগজ দেখতে পান। এই নিয়ে ওই গ্রুপের সাথে তার দ্বন্ধ চলে আসছিল। সুমি বেগম পুলিশকে আরো জানিয়েছেন,মনিরামপুর উপজেলার এলাকার ফারুক,মনিরসহ যাদের সাথে তার ইয়াবার কারবার রয়েছে তাদের নাম প্রকাশ করে দিয়েছে। ইয়াব ও টাকা উদ্ধারের ঘটনায় এসআই ফারুক হোসেন বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১২ তারিখ ৫/১০/১৮ ইং ধারা মাদক আইনে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানা এসআই আমিরুজ্জামান। তিনি সুমি বেগমকে আদালতে মাদক মামলায় চালান দিয়েছে। আদালতকে অবহিত করেছে গ্রেফতারকৃত সুমিকে রিমান্ডের আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে অত্র অঞ্চলে ইয়াবা ব্যবসায়ীদের অবস্থান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here