যশোরে জাতীয় কৃষক সমিতির সভা ।। ধানের মূল্য মণপ্রতি দেড় হাজার টাকা নির্ধারণের দাবি

0
611

বিশেষ প্রতিনিধি : শুক্রবার সকালে যশোর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (নাইট স্কুল) জাতীয় কৃষক সমিতি, যশোর জেলা শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক সমিতির জেলা সভাপতি এ্যাড. আবুবকর সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম গোলাপ। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন হবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও যশোর জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সাংগঠনিক সম্পাদক বৈকুন্ঠ বিহারী রায়, ক্ষেত মজুর ইউনিয়নের জেলা আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, মণিরামপুরের প্রতিনিধি হাফিজুর রহমান দুলু, বাঘারপাড়ার প্রতিনিধি বিপুল বিশ্বাস, কেশবপুরের প্রতিনিধি শওকত হোসেন, চৌগাছার প্রতিনিধি আজহার আলী, যশোর জেলা সদরের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তাগণ ধানের মূল্য মণপ্রতি দেড় হাজার টাকা নির্ধারণসহ সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের জোর দাবি জানান। এ ছাড়া নেতৃবৃন্দ কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here