যশোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

0
518

বিশেষ প্রতিনিধি : সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার রায় বলেছেন,জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর জন্য যশোর সাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ভিটামিন এ প্লাস খাওয়ালে এর কোন পাশর্^ প্রতিক্রিয়া নেই। যশোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩লাখ ২২ হাজার ৬৯ জন শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ধরা হয়েছে ৩৬ হাজার ১শ’ ৬২ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২লাখ ৮৫ হাজার ৯শ’ ৭ জন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে যশোরের ৯২ টি ইউনিয়নের ২শ’ ৭৬ টি ওয়ার্ডে ৯টি স্থায়ী টিকাদান কেন্দ্র,২ হাজার ২শ’ ৬৭টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও ১২টি অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ ২ হাজার ২শ’ ৭৯টি টিকাদান কেন্দ্র প্রস্তুতি করা হয়েছে। তিনি আরো জানান,আগামী ১৯ জানুয়ারী সকাল থেকে এই কর্মসূচী পালন করা হবে। যশোর জেলায় এই কর্মসূচী পালনের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে। রাত কানা রোগ দূরী করনে এই কর্মসূচী পালন করা হয়ে থাকে। তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর জাতীয় ষ্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারী শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারাদেশ ব্যাপী উদযাপন করা হবে।
উক্ত ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে পালন করার লক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা সোমবার দুপুরে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার রায় তার বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টেশন সভা উদ্বোধনী করেন। এ সময় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ হারুন অর রশীদ,ডাক্তার দাউদ আলী মীর (অবঃ),সাংবাদিকদের মধ্যে ফারাজী সাইদ আহমেদ বুলবুল,আব্দুল ওহাব মুকুল বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here