যশোরে জোরপুর্বক জমি দখলের চেষ্টা ও মাছ ধরার অভিযোগ

0
258

বিশেষ প্রতিনিধি : জমি দখলের চেষ্টার অভিযোগে চিহ্নিত ৬ দুবৃর্ত্তর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মৃত বিনেরাম দাসের ছেলে সুধন্য দাস শুক্রবার সকালে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেছেন, তার পৈত্রিক ৩২শতক জমি ও পুকুর এলাকা তিনি ভোগ দখল করে আসছে। আসামী সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত হাশেম মোল্যার ছেলে গফফার,ঘুরুলিয়া গ্রামের পাচু দাসের ছেলে মধুসূদন,মধুসূদন দাসের ছেলে দিপু,শংকর দাসের ছেলে চঞ্চল,কুমার বিশ^াসের ছেলে নিমাই ও আনন্দ দাসের ছেলে সুবাসসহ অজ্ঞাতনামা ১০/১২জন র্দীঘদিন যাবত দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতিপূর্বে ২ থেকে ৩ বার পুকুর থেকে মাছ জোরপূর্বক মেরে নিয়ে যায়। শুক্রবার ১ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় উক্ত আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা পুকুর হতে বর্শি ও হুইল দিয়ে জোরপূবক ২০ থেকে ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাছ মেরে নিয়ে যায়। সুধন্য দাস বাঁধা দিলে তাকে মারপিটের হুমকী ধামকী দিয়ে জোরপূর্বক মাছ মারা অব্যাহত রেখেছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।