যশোরে ট্রাফিক সপ্তাহ আরো তিনদিন বৃদ্ধি করা হয়েছে

0
587

এক সপ্তাহে সাড়ে ১৫লাখ রাজস্ব আদায় ১ হাজার ৪শ’ ৫৮টি মামলা ও ৮৯টি অবৈধ যানবাহন জব্দ
এম আর রকি : ট্রাফিক আইন মেনে চলুন ও দূর্ঘটনা এড়িয়ে চলুন এই শ্লোগানকে সামনে রেখে গত ৫ আগষ্ট সারাদেশের সাথে যশোরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আপনার সচেতন ইচ্ছাই যথেষ্টসহ মোটরযান চালক,মোটর সাইকেল চালক,মোটরযান মালিক ও যাত্রীদের প্রতি আহবান রেখে যশোর জেলা পুলিশ ট্রাফিক সপ্তাহের গতকাল শনিবার সাত দিনে যশোরের বিভিন্ন পয়েন্টে তল্লাশী কার্যক্রম চালিয়ে ১ হাজার ৪শ’ ৫৮টি মামলা করেছে। এ সময় কাগজপত্র ক্রটিপূর্ন থাকার অভিযোগে ৮৯টি যানবাহন জব্দ করেছে। সরকারী রাজস্ব আদায় করেছে ১৫লাখ ৪৯ হাজার ৬শ’ টাকা।
যশোর সদর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয় সূত্রে জানাগেছে,গত ৫ আগষ্ট থেকে যশোর জেলা পুলিশের আয়োজনে শহরের দড়াটানা এলাকায় র‌্যালীর মাধ্যমে ট্রাফিক সপ্তাহ শুরু হয়। ট্রাফিক সপ্তাহ শুরুর দিন থেকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর,সার্জেন্ট,টিএসআই,এটিএসআই ও কনস্টেবলের সাথে রোভার স্কাউটের ছেলে মেয়েরা দায়িত্ব পালন করেছেন। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশী কার্যক্রম শুরু হয়। ট্রাফিক সপ্তার শুরু ৫ আগষ্ট ট্রাফিক পুলিশ বিভাগ ১৫৩টি মামলা ১৬টি যানবাহন জব্দ ও রাজস্ব আদায় করেছে ১লাখ ৩৭ হাজার ৬শ’ টাকা। ৬ আগষ্ট ১৭৮টি মামলা রুজু করে। রাজস্ব আদায় করতে সক্ষম হয় ১লাখ ৪৮ হাজার ২শ’ টাকা । এ সময় কাগজপত্র ক্রটি থাকায় ৩টি যানবাহন জব্দ করে। ৭ আগষ্ট ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ২০৫টি মামলা ১০টি যানবাহন জব্দ ও রাজস্ব আদায় হয় ১লাখ ৪৪ হাজার টাকা, ৮ আগষ্ট ৩শ’ ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা,১৯টি যানবাহন জব্দ ও রাজস্ব আদায় হয় ৩লাখ ৩ হাজার ৮শ’ টাকা, ৯ আগষ্ট বৃহস্পতিবার ৩শ’ ৭৮টি মামলা, ১৬টি যানবাহন জব্দ ও রাজস্ব আদায় হয় ৩লাখ ৬৬ হাজার ৭শ’ টাকা,শুক্রবার ১০ আগষ্ট ৩০৫টি মামলা, ১৪টি যানবাহন জব্দ ও ২লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা রাজস্ব আদায় ও গতকাল শনিবার ১১ আগষ্ট ২শ’ ৬৮টি মামলা রুজু, ১১টি যানবাহন জব্দ ও ২লাখ ১৪ হাজার ৮শ’ টাকা জব্দ করেন। এদিকে ট্রাফিক দপ্তর সূত্রে আরো জানাগেছে, আগামী আরো তিনদিন বাড়িয়ে ১৪ আগষ্ট পর্যন্ত করা হয়েছে। গতকাল শনিবার বেতার বার্তার মাধ্যমে ট্রাফিক অফিসে এই ট্রাফিক সপ্তাহর কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে পরিদর্শক প্রশাসন হিসেবে মোঃ শাখাওয়াৎ হোসেন, পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার ঘোষ, পুলিশ পরিদর্শক সরদার বুলবুল আহমেদ, পুলিশ পরির্দশক আনন্দ চন্দ্র রায় ও পুলিশ পরির্দশক শুভেন্দু কুমার মুনসী দায়িত্ব পালন করছেন। তাদের তদারকিতে ৫জন সার্জেন্ট, ৫জন টিএসআই,৩জন এটিএসআই ও পর্যাপ্ত কনস্টেবল দিন রাত কাজ করে যাচ্ছেন। শহর যানজট মুক্ত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here