যশোরে ট্রেন-ট্রাক দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

0
531

যশোর প্রতিনিধি : যশোরের নওয়াপাড়ায় ট্রেনের সঙ্গে পাথরবাহী ট্রাকের দুর্ঘটনায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন ম্যানেজার হারুন অর রশিদ বলেন, ‘মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে নওয়াপাড়া মহাশ্মশানের সামনে একটি অবৈধ রেলক্রসিং দিয়ে পাথরবাহী ট্রাক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে লাইনের উপর পড়ে থাকায় তা সরাতে ঘণ্টা তিনেক সময় লেগেছে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাক ও মালামাল সরিয়ে দিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকেটি সরানোর পরে চিলহাটিগামী রূপসা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট, এবং বেনাপোল কমিউটার ছেড়ে গেছে। তবে সাড়ে ১০টার আগের ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছেড়েছে
স্থানীয়রা অভিযোগ করেন, নওয়াপাড়ার ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ঘাট ও গুদামে ট্রাক-লরি নিয়ে যেতে ইচ্ছামতো রেলক্রসিং বানিয়ে নিয়েছেন। এতে বছরে একাধিকবার দুর্ঘটনা ঘটে। এছাড়াও বছরে অন্তত ২-৫ জন পথচারীর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here