যশোরে ডাকাতি ঘটনা মামলা

0
423

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার তফসীডাঙ্গা উত্তর পাড়ার এক বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনায় কোতয়ালি মডেল থানায় দস্যুতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোর বেনাপোল রোড সংলগ্ন তপসীডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে মশিয়ার রহমান কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,শুক্রবার রাত আনুমানিক ১১ টায় তিনিসহ তার স্ত্রী শাহানাজ সুলতানা,ছেলে শামস রহমান ও শিহাব শাহারার রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টায় একদল সশস্ত্র ডাকাত বারান্দার গ্রীল কৌশলে ভাঙ্গে। গ্রীল ভাঙ্গার শব্দ শুনে শাহানাজ সুলতানা টের পেয়ে উঠে চিৎকার দিয়ে ছেলে বড় ছেলে শামস রহমানের ঘরের দিকে দৌড় মারে। ডাকাতেরা তার পিছু নিয়ে উক্ত ছেলের কক্ষে ঢুকে অস্ত্রের ভয় দিয়ে চুপ থাকতে বলে। তারপরও তারা চিৎকার দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় চিৎকার শুনে মশিয়ার রহমান এগিয়ে আসলেও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমিরা খুলে নগদ ১২ হাজার টাকা,বিভিন্ন ধরনের ৬ভরি ২ আনা স্বর্ণালংকর নিয়ে নির্বিঘেœ চলে যায়। গুরুতর আহত অবস্থায় শাহানাজ সুলতানা ও ছেলে শামস রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। থানায় অভিযোগ দায়ের করার পর থানা পুলিশ ডাকাতি ঘটনা দস্যুতা আইনে মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here