যশোরে ডিবি পুলিশের এএসআই ও দুই কনস্টেবল গণপিটুনির শিকার

0
373

নিজস্ব প্রতিবেদক
যশোর ঝিকরগাছা উপজেলা এলাকায় ডিবি পুলিশের এএসআইসহ চার পুলিশ গণপিটুনির শিকার হয়েছে গস্খামবাসীর হাতে। ভুয়া পুলিশ সন্দেহে তাদেরকে গণপিটুনী দেয়া হয়। বৃহস্পতিবার রাত ১০টায় ওই উপজেলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর গণপিটুনির শিকার ডিবি পুলিশের এএসআই মুরাদ হোসেন, কনস্টেবল শিমুল হোসেন, মামুন আলী ও প্রাইভেট কার চালক শাওন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে এক মাদক বিক্রেতাকে ধরতে সাদা পোষাকে অভিযানে যান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। কিন্তু ডিবি পুলিশকে ভূয়া মনে করে গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় তাদেরকে গণপিটুনি দেয়া হয়। গণপিটুনিতে আহত হন ডিবি কনস্টেবলসহ ৩জন ও প্রাইভেট কার চালক। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মঈনুল হক আরও জানান, আইন-শৃঙ্খলার বিঘœ ঘটাতে কোনো চক্র পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here