যশোরে ডিবি পুলিশের হাতে ভেজাল জুস ও আইক্রীম কারখানা আবিস্কার গ্রেফতার-২

0
431

বিশেষ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ রানা ভাটা সবুজবাগ এলাকার এক বসত বাড়িতে ভেজাল জুস কারাখানা আবিস্কার করেছেন। এ সময় বাবু সরদার নামে এক কারখানা মালিককে গ্রেফতার করেছে। সে অভয়নগর উপজেলার রানাভাটা সবুজবাগ এলাকার আমজেদ সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানান,বৃহস্পতিবার গভীর রাত পৌনে ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিদর্শক মারুফ আহম্মদের নেতৃত্বে এসআই সোলায়মান আক্কাস,এএসআই হাসান জাহিদ,এএসআই এসএম এরশাদ হোসেনসহ একদল ফোর্স উক্ত এলাকার বাবু সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবু সরদারের বাড়িতে ভেজাল কারখানা হতে ভেজাল ডিপ ফ্রিজে রক্ষিত অবস্থায় স্প্রিড,হাইস্প্রিড,রোবো,কোকোলা,কোকাকোলা উদ্ধার করে। বাবু সরদারের দেওয়া তথ্য মতে খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা মুকুল স্কুল গাজী বাড়িতে জনৈক মাহাবুব গাজীর বাড়ির দ্বিতীয়তলা বাড়ির নীচতলা থেকে ছোয়া আইসক্রীম ফ্যাক্টরীর আড়ালে ভেজাল,স্পিড,হাইস্পিড,রোবো,কোকোলা,কোকাকোলা তৈরীর কারখানা হতে বিভিন্ন মালামাল উদ্ধার করে। মাহবুব গাজীকে গ্রেফতার করা হয়। মাহবুব গাজী মৃত সামছুর গাজীর ছেলে। পরবর্তীতে মাহবুব গাজীর স্বীকারোক্তি মোতাবেকতার আপন ভাই আলাউদ্দিন ও জসীম এর বাড়ির পিছনে গোপনীয়ভাবে তৈরী ভেজাল ও নকল জুস ড্রিংস,আইক্রীম,ললিপপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। তবে আলাউদ্দিন ও জসীমকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে অভয়নগর থানায় স্পোশাল পাওয়ার এ্যাক্টে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here