যশোরে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশীর নামে অস্ত্র উদ্ধার করে লাখ টাকা দাবি

0
376

বিশেষ প্রতিনিধি : ডিবি পুলিশ পরিচয় শহরের খড়কী বামনপাড়ার এক বাড়িতে তল্লাশীর নামে লোহার পাইপ উদ্ধার দেখিয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে ১লাখ টাকা দাবি পূর্বক পালিয়েছে চক্রটি। এ ঘটনায় অজ্ঞাতনামা দু’জন পুরুষ ও একজন নারীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন, শহরের খড়কী বামনপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রিপন।
তিনি রোববার সকালে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন,গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটের সময় অজ্ঞাতনামা দু’জন খড়কী বামনপাড়ার মৃত আবু সোবহান মোল্যার ছেলে দুলাভাই জামাল হোসেনকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের সীমানায় ঢুকে গোয়ালঘর কোথায় জানতে চাইলে রিপন গোয়ালঘর দেখিয়ে দেন। গোয়াল ঘরে উক্ত ব্যক্তিরা বিছালী ওলট পালট করে একজন লাল ব্যাগের মধ্যে কি লোহার পাইপ উদ্ধার করে স্যার উদ্ধার হয়েছে বলে একজন অপরজনকে জানায়। তারা অস্ত্র উদ্ধারের ঘটনা চুপ থাকতে বলেন। উক্ত দু’জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করে মামলা না দেয়ার শর্তে ১লাখ টাকা চাঁদাদাবি করে। টাকা না দিলে অস্ত্র মামলায় চালানের ভয় দেখালে রিপন ভয়ে ১লাখ টাকা দিতে রাজী হন। রিপন উক্ত টাকা নেওয়ার জন্য তার ঘরে আলোতে ডাকে। এতে উক্ত ব্যক্তিরা ঘরে ঢুকতে নারাজ টাকা বাইরে গিয়ে দিতে বলে। এ নিয়ে রিপনের সন্দেহ হলে সে টাকা দিতে বিলম্বর এক পর্যায় খালাতো ভাই মাহামুদ হোসেন ও ভাড়াটিয়া জুয়েল রানা হঠাৎ এসে পড়ায় উক্ত ভূয়া ডিবি পুলিশ পরিচয় দু’জন অবস্থা বেগতিক দেখে দ্রুত পালিয়ে যায়।