যশোরে তামাযুক্ত তার সিন্ডিকেটের তিন সক্রিয় সদস্য গ্রেফতার বিপুল পরিমানের তার উদ্ধার

0
402

বিশেষ প্রতিনিধি : তার চুরি সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৩ টায় সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে,সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার ইসমাইলের ছেলে আরমান,চাঁচড়া হঠাৎ পাড়ার বাবর আলীর ছেলে রনি হোসেন ও সদর উপজেলার মথুরা পুর গ্রামের নয়ন হোসেনের ছেলে মইন হোসেন।
চাঁচড়া ফাঁড়ীর এএসআই ইব্রাহিম খলিল জানান,বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকায় তার চুরি সিন্ডিকেট যশোরসহ অন্যান্য উপজেলা থেকে বৈদ্যুতিক,টেলিফোন,ডিসসহ বিভিন্ন প্রয়োজনী তামাযুক্ত কেবল চুরি করে মজুদ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাত সাড়ে ৩ টায় চাঁচড়া মধ্য পাড়া এলাকা অভিযান চালায়। এ সময় ওই এলাকার আরমানকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চাঁচড়া হঠাৎ পাড়া কলোনীর রনি হোসেন ও মথুরা হোসেনের চেলে মইন হোসেনকে গ্রেফতার করে। চোর সিন্ডিকেটের দখল হতে বিভিন্নস্থান থেকে চুরি করা মজুদকৃত তামাযুক্ত প্রায় মনখানেক কেবল উদ্ধার করে। পুলিশ আরো জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে মঈন টাওয়ারে উঠে বিভিন্ন তামাযুক্ত তার,আরমান বৈদ্যুতিক তার চুরি করে। রনি হোসেন চুরিকৃত তার গোছানোর কাজ করে। এর মধ্যে আরমান একটি ভবনের যেকোন স্থানে অবাধ প্রবেশের দক্ষতা রাখে বলে পুলিশ জানায়। উদ্ধারকৃত তার ও চোর সিন্ডিকেটের তিন চোরকে শুক্রবার বিকেলে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি জানা যায়নি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here