যশোরে তিন দিনের নবজাতক ছেলেকে হত্যার অভিযোগে মাতাসহ তিন জনের নামে মামলা

0
311

বিশেষ প্রতিনিধি : ৩ (তিন) দিনের নবজাতক পুত্র সন্তানকে হত্যার অভিযোগে কোতয়ালি মডেল থানায় গর্ভধারিনী মাতাসহ তিনজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহত নবজাতকের দাদা সাহেব আলী। ঘটনাটি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত বাবর আলী ওরফে বুদোর ছেলে ও নবজাতকের পরকীয়া প্রেমিক ও বর্তমানে স্বামী আনিচুর রহমান,সহযোগী একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে দুলাল ও যশোরের বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার রাম কৃষ্ণপুর গ্রামের আকবর আলী পূর্বে স্বামী আলিউল ও বর্তমানে কথিত স্বামী আনিচুর রহমানের স্ত্রী মোছাঃ লিতিকা। এ ঘটনায় গত ১ মে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রকিব হোসেন উক্ত তিনজনকে গ্রেফতার পূর্বক ৫৪ কার্য্য বিধি আইনে আদালতে সোর্পদ করে। বর্তমানে উক্ত আসামীরা কারাগারে অবস্থান করছে।
যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোতালেব এর ছেলে সাহেব আলী রোববার ৭ জুন রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নামে এজাহার দিয়ে জানান, তার ছেলে আলিউল ইসলাম (২৫) সাথে লিতিকা বিয়ে হওয়ার পর ছেলের বউ ৮ মাসের অন্তস্বত্বা অবস্থায় আনিচুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক থাকায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর লিতিকা আনিচুর রহমানের সাথে সংসার করতে থাকে। এক পর্যায় গত ২৭ এপ্রিল বেলা ২ টায় লিতিকা সুস্থ্য ছেলে সন্তান প্রসব করে। পরবর্তীতে ৩ এপ্রিল ভোর রাতে উক্ত নবজাতক ছেলের লাশ রামকৃষ্ণপুর সাহেব আলীর পারিবারিক কবরস্থানে কাফন পরিয়ে দাফন করে। সুস্থ্য ছেলে জন্ম গ্রহনের পর তার মৃত্যু ঘটনা সন্দেহ হলে সাহেব আলী অভিযোগ করেন নবজাতক ছেলেকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। এ ব্যাপাারে কোতয়ালি মডেল থানায় ৩০ এপ্রিল একটি অভিযোগ দায়ের করলে অভিযোগ নামা থানা পুলিশ সাধারণ ডাইরী করেন। যার নং ১১৬৯। উক্ত সাধারণ ডাইরীর ভিত্তিতে নবজাতকের লাশ কবর থেকে উত্তোলন করে ১ মে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। নবজাতককে হত্যার অভিযোগে পুলিশ ১ মে উক্ত তিনজনকে গ্রেফতার পূর্বক ৫৪ ধারা কার্য্য বিধি আইনে আদালতে সোপর্দ করে। ময়না তদন্ত রিপোর্টে তিন দিনের নবজাতককে আঘাত পূর্বক হত্যা করে। হত্যার কারণ গোপন পূর্বক তথ্য গোপন করার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত এসআই রকিব হোসেন গ্রেফতারকৃত ৩ জনকে ৫৪ ধারায় অব্যাহতি পূর্বক হত্যা মামলায় গ্রেফতারের আবেদন জানিয়েছেন সোমবার ৮ জুন।