যশোরে দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

0
112

নিজস্ব প্রতিবেদক : যশোরে দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক মা। গত মঙ্গলবার মণিরামপুর উপজেলার মাছনা গ্রামরে মৃত জনাব আলী সরদারের স্ত্রী বৃদ্ধা আখিরন নেছা বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, আখিরন নেছার দুই ছেলে হুমাইন ও আব্দুর রহিম।
মামলার অভিযোগে জানা গেছে, আখিরন নেছা বৃদ্ধা মানুষ। নিজে কোন উপর্জন করতে পারেননা। আসামির তার দুই ছেলে রয়েছে। তিনি বহুকষ্টে গরু, ছাগল, হাস-মুরগী পুষে বিক্রি করা ৬৬ হাজার টাকা তার ছেলে আব্দুর রহিমের কাছে গচ্ছিত রেখেছিলেন। এ টাকা তারা দুই ভাই আত্মসাত করেন। টাকা নিয়ে বিরোধের জের ধরে হুসাইন তার মাকে মারপিট করে হাত ভেঙ্গে দিয়েছিল। পরে তিনি কিছু গাছ বিক্রি করে ৩২ হাজার টাকা জোগাড় করেন। এ টাকা নেয়ার জন্য তার দুই ছেলে প্রতিনিয়ত মায়ের সাথে ঝগড়া করতেন। পরবর্তীতে তারা দুই ভাই ষড়যন্ত্র করে মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় ঘরে তালা লাগিয়ে দেয়। ১৫ দিনের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে খুন জখম করবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে দুই ছেলের বিরুদ্ধে এ মামলা করেন ওই মা।#