যশোরে দু’জন নিহতর ঘটনায় মামলা

0
321

বিশেষ প্রতিনিধি : রোববার বেলা সাড়ে ১১ টায় যশোর মাগুরা সড়কের যশোর সদর উপজেলার বাহাদুরপুর প্রাণী সম্পন অফিসের সামনে নছিমন ও মোটর সাইকেলের ধাকায় আব্দুর রাজ্জাক নিহতর ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আহত হাসান আলী (২৫) মারা গেছে। এ ঘটনায় অবৈধ নছিমনের চালক কাজল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কাজলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ সোমবার কোতয়ালি মডেল থানায় আটক কাজল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ভাগ্নে সদর উপজেলার বাহাদুর পুর পূর্ব পাড়ার বজলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) বাহাদুরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে কর্মরত। রোববার বেলা সোয়া ১১ টায় আব্দুর রাজ্জাক ও একই এলাকার খোকন হোসেনের ছেলে হাসান আলী মোটর সাইকেল যোগে হাশিমপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছালে যশোর শহরগামী একটি বেপরোয়া গতি সম্পন্ন নছিমন (আলম সাধু) একটি ইজিবাইককে ওভারটিক করে সামনে উক্ত দু’জন মোটর সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ফলে আব্দুর রাজ্জাক ও হাসান আলী গুরুতর আহত হয়। এর মধ্যে আব্দুর রাজ্জাককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যায়। হাসান আলীকে মূমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতির কারণে ঢাকায় নেওয়ার পথে সোমবার মারা যায়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here