যশোরে দুটি প্রতিষ্ঠানে বাড়তি দাম আদায় করায় ১০ হাজার টাকা জরিমানা

0
411

বিশেষ প্রতিনিধি: যশোরে দুটি প্রতিষ্ঠানে বাড়তি দাম আদায় এবং প্রতিশ্রুতি পণ্য সরবরাহ না করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দশ হাজার টাকা জরিমানা করেছেন। বাজার তদারকি সংস্থার সহকারী পরিচালক মো. সোহেল শেখ রোববার দুপুরে তার কার্যালয়ে ডেকে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষের কাছে অভিযোগের বিষয়ে জানতে চান। এ সময় ক্রেতাদের অভিযোগ ঠিক বলে প্রমাণিত হয়।বাজার তদদরকি সংস্থার সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘মো. বিল্লাল হোসেন নামে একজন ভোক্তা গত ২১ আগস্ট অভিযোগ করেন, শহরের ক্যাফে ম্যাংগো থেকে দুটি ভ্যানিলা কোন আইসক্রিম কিনেছিলেন তিনি। কিন্তু প্রতিষ্ঠানটি নির্ধারিত দামের চেয়ে তার কাছ থেকে বেশি টাকা আদায় করে। এছাড়া হাবিবুর রহমান নামে এক ভোক্তা গত ১৭ আগস্ট বাজার তদারকির সংস্থার কাছে অভিযোগ করেন, বন্ধু হ্যাভেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রতিশ্রুতি পণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ করা হচ্ছে না।অভিযোগের ভিত্তিতে রেস্টুরেন্ট মালিককে নোটিস করে বাজার তদারকি সংস্থার কার্যালয়ে ডেকে পাঠানো হয়। এ ক্ষেত্রেও অভিযোগকারীর বক্তব্য ঠিক বলে প্রমাণিত হয়। যে কারণে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। আদায় করা জরিমানার টাকার ২৫ শতাংশ অভিযোগকারী দুইজনকে প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here