যশোরে দুটি বাড়িতে সশস্ত্র ডাকাতি ও চুরি সংঘঠিত

0
484

বিশেষ প্রতিনিধি : আট দিনের ব্যবধানে যশোর কোতয়ালি মডেল থানা এলাকার এক বাড়িতে সশস্ত্র ডাকাতি ও এক বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ডাকাতির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাত ও চোরেরা নগদ ৩লাখ ৮ হাজার টাকা ১৫ ভরি স্বর্ণালংকর ও মোবাইল ফোন নিয়ে গেছে।
যশোর সদর উপজেলার মালঞ্চী গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে আল-আমিন বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,সোমবার ১৪ জানুয়ারী দিবাগত রাত ১১ টায় পরিবারে ছোট বোন,ভাবী ও চাচাতো বোন খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। ১৫ জানুয়ারী মঙ্গলবার গভীর রাত আনুমানিক পৌনে ৩ টায় ৭/৮ জন একদল মুখোশ ধারী সশস্ত্র ডাকাত ক্লবসিবলের দু’টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতেরা দ্বিতীয়তলা বাড়ির দরজার সিটকিনি ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল আমিন দ্রুত উঠে পড়ে। ডাকাতেরা দেশীয় অস্ত্র গলায় ও মাথায় ঠেকিয়ে দঁড়ি দিয়ে হাত পিচ মুড়া দিয়ে বেঁধে খাটের উপর রাখে। পরে ডাকাতেরা ছোট বোন,ভাবী ও চাচাতো বোন এর কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে জানান আল আমিনকে অস্ত্রের মুখে রাখা হয়েছে। চিৎকার দিলে তাকে মেরে ফেলা হবে। এই বলে আলমারি চাবি নিয়ে নগদ ৮ হাজার টাকা ৮ ভরি স্বর্ণালংকর একটি শাওমী ফোনসহ ৩লাখ ৪৩ হাজার ৯শ’ টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ চলে যায়। অপর দিকে,যশোর শহরের কারবালা রোডস্থ ওয়াবদা অফিসের বিপরীতে অবস্থিত হাসান টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের মৃত সাব্বত আলীর ছেলে ডাক্তার মোঃ আরিজুল হক বুধবার ১৬ জানুয়ারী কোতয়ালি মডেল থানায় অভিযোগ দিয়ে জানান, তিনি যশোর অভয়নগর নওয়াপাড়া এলাকায় চিকিৎসার জন্য একটি চেম্বার করে সেখানে চিকিৎসা প্রদান করেন। গত ৫ জানুয়ারী সকাল ৯ টায় তিনি ঘরের দরজায় তালা মেরে তার কর্মস্থল নওয়াপাড়ায় যায়। ৮ জানুয়ারী সকাল ৭ টায় প্রতিবেশী আব্দুর রাজ্জাক তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানান, তার ঘরের দরজার তালা ভাঙ্গা। চোরেরা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তিনি ৮ জানুয়ারী সকাল সোয়া ১০ টায় বাড়িতে এসে দেখেন। ঘরের দরজার তালা ভাঙ্গা। পরে ভিতরে ঢুকে দেখেন আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ। চোরেরা তার পুত্রবধুর রাখা ৭ ভরি স্বর্ণালংকর নগদ ৩লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার তার দায়েরকৃত এজাহার থানার ডিউটি অফিসার গ্রহন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here