যশোরে দেশ ক্লিনিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই লাখ টাকা জরিমানা আদায়

0
383

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের দেশ ক্লিনিকের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম ক্লিনিকের ম্যানেজার শরিফুজ্জামানকে এ জরিমানা করে তা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, রবিবার দুপুরে শহরে দড়াটানা এলাকার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে দেশ ক্লিনিকে অভিযানকালে দেখা যায়, ক্লিনিকে কোনো ডাক্তার নেই। একজন প্যাথলজিস্ট ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। কোনো প্রশিক্ষিত সেবিকা ও পাওয়া যায়নি। তবে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ আর চেতনানাশক দ্রব্য। গুরুতর এই স্খলনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম ক্লিনিকটির ম্যানেজার শরিফুজ্জামানকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার মীর আবু মাউদ ও পুলিশ সদস্যরা ছিলেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দেশ ক্লিনিকের মালিক রাজু আহম্মেদকে ছুরি মারে অজ্ঞাত দুর্বৃত্তরা। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছিল, তা এখনো অজানা। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here