যশোরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা

0
459

নিজস্ব প্রতিবেদক : যশোরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধারের ঘটনায় স্বামী,শ্বাশুড়িসহ অজ্ঞাত পরিচয়ে দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।নিহত গৃহবধূ রিপার পিতা যশোরের ঝিকরগাছা উপজেলার বিষেহরি গ্রামের মোশারফ মিয়া এ মামলা করেন।মামলায় রিপার স্বামী যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের তক্কেল আলীর ছেলে ইমরান,ইমরানের মা রিজিয়া বেগম ওরফে সুন্দরীকে আসামি করা হয়েছে।এজাহারে মোশারফ মিয়া উল্লেখ করেছেন,১০ বছর আগে রিপাকে ইমরানের সাথে বিয়ে দেয়ার পর বিভিন্ন কারণে অকারণে নির্যাতন করতো।এর মধ্যে তাদের একটি পুত্রসন্তান হয়।যার নাম সাকিবুল হাসান রিফাত।বর্তমানে তার বয়স ৭ বছর।ইমরান হোসেন প্রায় তাকে নির্যাতন করতো এমন সংবাদ মোবাইলে জানাত।এক বছর আগে ইমরান দ্বিতীয় বিয়ে করার পর থেকে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সে আর ইমরানের সংসার করবে না বলে রিপা তার পিতাকে জানিয়েছে।কয়েকদিন আগেও রিপা বেগম জরুরী ভাবে নিয়ে যাওয়ার জন্য তার পিতাকে অনুরোধ করেছে।এর মধ্যে গত রবিবার বিকেল ৪টা থেকে রিপার মোবাইল বন্ধ পেয়ে তার জামাইসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করে রিপার কোন হদিস পায়নি।সোমবার রাত ৮টার দিকে প্রতিবেশীর ফোন পেয়ে ইমরানের বাড়িতে ছুটে যান গৃহবধূর পিতা মোশারফ হোসেন।ইমরানের বাড়ির অদূরে বাওড়ের পাশে আজিজুল হকের ধান ক্ষেত থেকে পুলিশ রিপার মরদেহ উদ্ধার করেছে বলে জানতে পারেন।
রবিবার বিকেল থেকে সোমবার বিকেলের মধ্যে যে কোন সময় রিপাকে শ্বাসরোধে হত্যা করে ওই ধানক্ষেতের মধ্যে ফেলে রেখেছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো ২/৩জনকে আসামি করা হয়েছে।কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেছেন,ইমরান ও তার রিজিয়া বেগম পালিয়েছে।পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here