যশোরে নতুন করে আরো ১জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত

0
345

বিশেষ প্রতিনিধি : কোভিড-১৯ বৃহস্পতিবার ১৪ মে যশোরে আরো ১ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পজিটিভ এসেছে। এ নিয়ে যশোর জেলায় স্বাস্থ্য বিভাগে ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৃহস্পতিবার একটি স্যাম্পুলের রিপোর্ট এসেছে যা পজিটিভ। আক্রান্ত ব্যক্তি যশোর মণিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়। তিনি যশোর সদর উপজেলা থেকে গিয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যশোর থেকে ইতিপূর্বে বেশ কয়েকটি স্যাম্পুল পাঠানো হয়েছে যে গুলির রিপোর্ট আজও আসেনি বলে তিনি জানান। তাছাড়া,তিনি আরো জানান,বৃহস্পতিবার ১৪ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাললের জেনোম সেন্টার থেকে ১৩ টি স্যাম্পুলের রিপোর্ট এসেছে। যার মধ্যে সব ক’টি নেগেটিভ। বৃহস্পতিবার একটি পজিটিভ আসায় যশোরে গত ১০ মার্চ থেকে করোনা ভাইরাসের রিপোর্ট আসা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা ৭৮টি। বৃহস্পতিবার যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত রিপোর্টে ৭৭টি উল্লেখ থাকলেও একটি পজিটিভ আসলেও যা শুক্রবার ১৫ মে দেখানো হবে।