যশোরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

0
332

নিজস্ব প্রতিবেদক : যশোরে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) ভোর ৬টায় ৩১ বার বিজয়ের তোপধ্বনির মধ্যদিয়ে মূল কার্যক্রম শুরু হয়। তারপর বিজয় স্তম্ভে শ্রদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়।
মণিহার সকাল ৮টায় শহরের মণিহার এলাকাস্থ বিজয়স্তম্ভে ফুল দেয়ার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ ও ত্যাগ স্বীকারকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে যশোরবাসী। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর শিক্ষাবোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হাজারো মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ পাঠ করা হয়। এরপর শামস-উল-হুদা স্টেডিয়ামে সকাল ৯টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এরপর বেলা ১২ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে টাউনহল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুজিব বাহিনীর যশোরের প্রধান আলী হোসেন মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও পুলিশসুপার মঈনুল হক। জেলা প্রশাসক মোহা byম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সদরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা শিশু কর্মকর্তা সাধন কুমার দাস। টাউনহল মাঠে চলচিত্র প্রদর্শনীসহ দিনভর বিভিন্ন সংগঠনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
এছাড়া যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এ এম এইচ আলী আর রেজা। পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শন কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহীন আহমেদ, কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও শিক্ষাবোর্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল।
সরকারি এম এম কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন। প্রফেসর মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সহযোগি অধ্যাপক জিল্লুল বারীর সঞ্চলনায় বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক আব্দুল হাকিম বিশ^াস ও সহকারি অধ্যাপক মুকুল হায়দার।
সরকারি সিটি কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জোবাইদা গুলসান আরা ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনওয়ার হোসেন।
সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ইকবাল আনোয়ার। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব।