যশোরে নানা আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত

0
384

নিজস্ব প্রতিবেদক : “এখনই সময় অঙ্গিকার করার,যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার”এ প্রতিপাদ্যকে নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে যশোর সিভিল সার্জনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন যশোর কার্য্যলয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।র‌্যালিতে সরকারি কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা –কর্মচারি ,ব্রাক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি অংশ গ্রহন করে।পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে রেড ক্রিসেন্ট সোসাইটি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃরেহেনেওয়াজের সভাপত্বিতে উপস্থিত ও বক্তব্য রাখেন যশোর জেলা ডেপুটি সিভিল সার্জন হারুন-অর-রশিদ,ব্র্যাক জেলা ব্যবস্থাপনা আবুল হাসান,বক্ষব্যাধি কসসালটেন্ট ডাঃপলাশ কুমার,জেলা এনজিও কর্মকর্তা আবিদ হোসেন প্রমুখ।আলোচনা সভায় বক্তরা বলেন,
যক্ষ্মা এখন আর মারাত্মক রোগ নয়।যক্ষ্মা একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। নিয়মিত ঔষধ সেবন করলে এ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে।২০০৯ সালে এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
একটি গণমূখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে।গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে প্রায় সাড়ে ১৮ হাজার কমিনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে।এসকল পদক্ষেপের ফলে বর্তমানে স্বাস্থ্যসেবার যথেষ্ট উন্নতি হয়েছে। কারোও এক নাগালে ৩ সপ্তাহের বেশি কাশি হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স কফ পরিক্ষা করে নিশ্চিত হন।যক্ষা রোগের ওষুধ সমপূর্ণ বিনামূল্যে দিচ্ছে সরকার।তাই যক্ষা রোগে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।সচেতনাই হতে পারে যক্ষা রোগের মূল ওষুধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here