যশোরে পাঁচলাখ টাকা যৌতুক দাবি করেগৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা

0
258

বিশেষ প্রতিনিধি : পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য এক গৃহবধূকে বেধড়ক মারপিট করে বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, গৃহবধূর স্বামী মাগুরা জেলার সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের খারুজ্জামানের ছেলে কামরুজ্জামান,মৃত এরফান মোল্যার ছেলে শ^শুর খায়রুজ্জামান ও শাশুরী রেহেনা খাতুন। মামলাটি দায়ের করেন গৃহবধূ তাসনিস খাতুনের চাচাতো ভাই যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলার শহিদুল্লাহর ছেলে শেখ মোঃ মারুফ শেহাব।
বুধবার সকালে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে মারুফ শেহাব উল্লেখ করেছেন,বিগত ৬ বছর পূর্বে তার চাচাতো বোন মোছা তাসনিম খাতুনের সাথে কামরুজ্জামানের বিয়ে হয়। কামরুজ্জামানের ঔরসে তাসনিম খাতুন দুই সন্তানের জননী। বিয়ের পর থেকে স্বামী কামরুজ্জামান ৫লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী তাসনিম খাতুনের উপর নির্যাতন শুরু করে। গত দুই মাস যাবত নির্যাতনের পরিমান বাড়িয়ে দেয়। স্বামীর সাথে যোগদেন শ^শুর ও শাশুরী। গত ১৩ জুন বিকেল ৪ টায় শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা শেখ মোঃ মারুফ শেহাবের বসতবাড়ীতে আসামীরা আসে। তারা তাদের পূর্বের দাবিকৃত ৫লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দিলে তাসনিম খাতুনকে তাদের সাথে নিয়ে যাবেনা বলে বেধড়ক মারপিট করে দুই সন্তান নিয়ে চলে যায়। মারুফ শেহাব বলেছেন,তাসনিম খাতুনের পিতা এসএম মাহাবুব উল্লাহ তুলা উন্নয়ন বোর্ড বান্দরবনে অবস্থান করায় পিতার পক্ষে মেয়ে নির্যাতনের অভিযোগ দিতে দেরী হওয়ায় চাচার সাথে আলাপ আলোচনা করে থানায় যৌতুক আইনে অভিযোগ দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here